জানুন, কেন ভালবাসাই শেষ কথা?
-----
গোলাম দস্তগীর লিসানী
রাসূল ﷺ বলেন:
১.
আমি, আলী, ফাতিমা, হাসান ও হুসাইন,
আর আমাদের যারা ভালবাসে,
একত্রে থাকব হাশরের দিনে।
মানুষ চলে যাবার আগ পর্যন্ত আমরা একসাথে খাবো, পান করবো।
(আলী রা. বর্ণিত)
২.
যে-ই আমাকে ﷺ ভালবাসে এবং এ দুজনকে (হাসান ও হুসাইন রা.) ভালবাসে, এবং তাদের পিতা ও মাতাকে, পুনরুত্থানের দিবসে সে আমার সাথে থাকবে।
(আলী রা. বর্ণিত)
৩.
আমি ﷺ বৃক্ষ, ফাতিমা আমার শাখা, আলী ফুল, হাসান ও হুসাইন ফল, আর যারা আহলাল বাইতকে ভালবাসে তারা এর পাতা। এরা সবাই জান্নাতে যাবে। এটাই সত্যি, এটাই সত্যি।
(আবদুল্লাহ্ ইবন আব্বাস রা. বর্ণিত)
৪.
নিশ্চই জান্নাতে ফাতিমা, আলী, হাসান ও হুসাইন এক সাদা গম্বুজের নিচে থাকব। রহমানের (মহামহিম আল্লাহ্) সিংহাসন হবে এর ছাদ।
(উমার রা. বর্ণিত, আবু মূসা রা.)
৫.
জান্নাতে প্রথম প্রবেশ করব আমি ﷺ, আলী, ফাতিমা, হাসান ও হুসাইন। হে আলী! আমাদের প্রেমিকরা তোমার পেছনে থাকবে।
(আলী রা. বর্ণিত)
৬.
আমার ﷺ মেয়ের নাম ফাতিমা রাখা হয়েছে কারণ আল্লাহ্ তাঁকে ও যারা তাঁকে ভালবাসে তাদেরকে আগুন থেকে পুরোপুরি ভিন্ন করে দিয়েছেন।
(জাবির রা. বর্ণিত)
৭.
যাদেরকে আমি ﷺ সবচে বেশি ভালবাসি? তারা আমার উম্মাহ্ তে আসবে আমার পরে। কিন্তু তাদের প্রত্যেকে আমাকে এক পলক দেখার জন্য আপন পরিবার ও সম্পদ বিলিয়ে দিতে রাজি থাকবে।
(আবু হুরাইরা রা. বর্ণিত)
৮.
তোমরা যদি আমার ﷺ জন্য প্রার্থনা করতেই চাও, তবে জান্নাতের সর্বোচ্চ অবস্থান ওয়াসিলা প্রাসাদের জন্য করো। সেখানে আমি, ফাতিমা, আলী, হাসান ও হুসাইন রা. থাকবো। আর থাকবে আমাকে যারা ভালবাসে, তারা।
(হাদীসটি আমি নামাজ শেষে একজন ইমামের মুখে শুনেছি। রেফারেন্স কেউ যোগাড় করে দিন প্লিজ।)
৯.
মহান খলিফা উমার ইবন আবদুল আজিজ রা. বলেন:
আমি সহিহ সূত্রে জানি, রাসূল ﷺ বলেছেন, ফাতিমা আমার অংশ, আর যা তাকে খুশি করে, আমাকে খুশি করে। ফাতিমা রা. কি তাঁর বংশের তরুণ সন্তানকে সম্মান করতে দেখে খুশি হতেন না?জেনে রাখো, আমি এ হাদীসও জানি যে, (ফাতিমা রা.’র বংশধর তো দূরের কথা,) বনু হাশিমে এমন একজন ব্যক্তিও জন্মগ্রহণ করবেন না, যাকে হাশরের ময়দানে শাফাআত করার অধিকার দেয়া হবে না।
১০.
তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজ পিতা, নিজ সন্তান এবং সমস্ত মানবজাতি থেকে আমাকে ﷺ বেশি ভাল না বাসে।
১১.
ওকে (একাধিকবার মদ্যপানের দোষে) অভিশাপ দিও না! খোদার কসম আমি ﷺ জানি! কারণ সে আল্লাহ্ ও তাঁর রাসূল ﷺ কে ভালবাসে।
১২.
-আখিরাতের জন্য কী প্রস্তুতি নিয়েছ?
-কিছুই না ইয়া রাসূলআল্লাহ্ ﷺ ! আমি আল্লাহ্ ও তাঁর রাসূল ﷺ কে ভালবাসি।
-তুমি যাকে ভালবাসো, তার সাথেই থাকবে।
১৩.
-হে আল্লাহ্’র রাসূল ﷺ ! আপনার হাতটি দিন, একটু ধরি। আপনাকে ভালবাসি!
-যে যাকে ভালবাসে সে তার সাথেই থাকবে।
১৪.
একজন রাসূল ﷺ’র দিকে চেয়েই আছেন, চেয়েই আছেন। রাসূল ﷺ বললেন, তোমার কী হয়েছে?
-আপনার চরণে আমার পিতামাতা কুরবান হোন! আপনার দিকে চেয়ে থাকতেই ভালবাসি। হাশরের দিনে আল্লাহ্ নবী আ. দের সাথে আপনাকে তুলবেন। আমরা সুযোগ পাবো না।
তারপর আয়াত নাযিল হলো:
যে আল্লাহ্ ও তাঁর রাসূল ﷺ কে মান্য করে, সে তাদের সাথে থাকবে, যাদের প্রতি আল্লাহ্ রাজি: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও স্বালিহগণ। আর সঙ্গী হিসাবে তাঁরাই সবচে ভাল। (কুরআন, ৪:৬৯)
রাসূল ﷺ তাঁকে ডেকে আয়াতটি শোনালেন। বললেন,
যে আমাকে ভালবাসে, সে জান্নাতে আমার সাথে থাকবে।
রেফারেন্স:
-----
১.
The Virtues of Sayyidah Fatimah, references are in the printed copies.
২.
Sunan Tirmidhi Volume 005, Page 305
৩.
Daylami, al-Firdaws bima thur al-khitab (1:52#135)
Sakhawi, Istijlab irtiqa al-ghuraf bi hubb aqriba ar-rasul wa dhawi s-sharf (p.99)
৪.
Ibn Asakir, Tarikh Dimishq al-kabir (14:61)
Hindi, Kanz-ul-ummal (12:98#34167)
Haythami, Majma-uz-zawaid (9:174)
Zurqani, Sharh-ul-Muwatta (4:443)
Asqalani, Lisan-ul-mizan (2:94)
৫.
Hakim, al-Mustadrak (3:164#4723)
Ibn Asakir, Tarikh Dimashq al-kabir (14:173)
Hindi, Kanz-ul-ummal (12:98#34166)
Haytami said in as-Sawaiq-ul-muhriqah (2:448) Ibn Sad narrated it.
Muhibb Tabari, Dhakhair-ul-uqba fi manaqib dhaw-il-qurba (p.214)
৬.
Daylami, al-Firdaws bi mathur al-khitab (1:346#1385)
Hindi narrated it in Kanz-ul-ummal (12:109#34227) and said Daylami has narrated the tradition through
Abu Hurairah.
Sakhawi said in Istijlab irtiqa al-ghuraf bi-hubb aqriba ar-rasul wa dhawi s-sharf (p.96) Daylami
narrated it through Abu Hurayrah.
৭.
Muslim Book 040, Hadith Number 6791.
৮.
(যোগাড়)
৯.
Sakhawi, Istijlab irtiqa al-ghuraf bi-hubb aqriba ar-rasul wa dhawi sh-sharf (p.96,97). Sakhawi narrated
an event on p.150, through Abdullah bin Hasan: “I visited Umar bin Abd-ul-Aziz in connection with a
need. He asked me: ‘Whenever you are in need of anything, send somebody to me or simply write to
me. I feel ashamed before Allah that I find you at my door.’”
১০.
Bukhari Volume 001, Book 002, Hadith Number 014.
১১.
Volume 8, Book 81, Number 771:(Sahih Bukhari)
১২.
Bukhari Volume 005, Book 057, Hadith Number 037
১৩.
Sunan Tirmidhi Volume 004, Page 23
১৪.
al-Isfahani fi al-targeeb kama fi manahil al-safa al-Suyuti Page 182
Tafsir Dar Mansur Volume 002, Page 588