"হুসাইন কারবোবালা"
[লেখক :: আরিফ ওয়াকিজ]
১০ মুহাররম ইমাম হুসাইন রাঃ সহ্ ৭২ জন আওলাদে রাসুল দঃ নির্মম ভাবে শহিদ হন ইয়াজিদ বাহিনির হাতে ৬১ হিজরি সনে কারবালার ময়দানে।

পায়কারে সবর হিম্মতে শের
জগৎ কুলের বাদশাহ্,
পানায়ে দ্বীন ফানায়ে দ্বীন
হুসাইন মোর শাহেনশাহ্।

হুসাইন আমার আমি হুসাইন
ফরমানে প্রিয় রাসুল,
হুসাইন শেরে খোদার গর্জন
বিনতে জাহারা বাতুল।

হুসাইন বদর উহুদ খায়বার
হুসাইন কারবোবালা,
হুসাইন সত্য সাহস পক্ষবাদী
হুসাইন হাদী ওয়ালা।

হুসাইন সিদ্দিক ওমর ওসমান
হুসাইন হায়দারের জান,
জান্নাতের ঘ্রাণে গন্ধে ভরা
হুসাইন পুষ্প চামাঁন।

হুসাইন মুমিনের দরসখানা
হুসাইন ইয়াজিদের ধ্বংস,
হক বাতিলের হুসাইন তফাৎ
হুসাইন ন্যায়ের উৎস।

হুসাইন মিটিবে কেমন খেয়াল
হুসাইন দ্বীনের আলামত,
হুসাইনকে ভুলে যাওয়া মানে
মহা কস্টের কেয়ামত।

হুসাইন ছিলো আছে হুসাইন
হুসাইন অনন্ত কাল,
বাতিল দুর্গে আছড়ে পরে
হুসাইন হয়ে মহাকাল।

হুসাইন অমর হুসাইন জিন্দা
হুসাইন শহীদের সর্দার,
শোক শক্তি ত্যাগ শোকর
হুসাইন আলম বরদার।

সালাম ইয়া মাওলা হুসাইন
সালাম ইবনে আলী,
সালাম ওরে মহা পবিত্র
হুসাইনী চরণ ধুলী।

সালাম তোমায় হে কারবালা
ওয়াকিজ জানায় সালাম,
তোমার বুকে পান হুসাইনের
শাহাদাতের সুধা জাম।

Top