"আছে ইবনে হায়দার"
[লেখক :: আরিফ ওয়াকিজ]

কিসের ইসলাম কিসের নামাজ
রোজা আহকাম হজ্ব,
মরার পরে কোন সে জনা
নিবে ইহার খোঁজ!

মদ শরাবি জুয়া ব্যভিচার
সব করিলাম হালাল,
আমার কথা রদ করিবে
কোন গো মায়ের লাল?

মক্কা মদিনা নজদ কুফায়
হৈ চৈ মাতিলো সবে,
কে আসিবে কে বাঁচাবে
দ্বীনের কি হাল হবে?

মরুর দেশের প্রান্তর হতে
গর্জে আসে হুংকার,
ওহে মালাউন ইয়াজিদ জালিম
আছে ইবনে হায়দার।

এক আল্লাহ্ আছে সত্য
নানাজান তাহার রাসুল,
খোদার বানী পাক কোরআনে
নাই যে কোনো ভুল।

ইসলাম শান্তি সুখের ধর্ম
সম্প্রীতির সেতু পথ,
পাইবে নাজাত মুমিন হলে
আল্লাহ্ নবীর মত।

ওহে লম্পট শয়তান জালিম
সুপথে ফিরিয়া আয়,
খোদা রাসুলের দুশমন হইলে
কাহারও রক্ষা নাই।

এমনি করে কদিন গেলো
ঈমাম হজ্বের পানে,
কুফাবাসী চিঠি দিলো শত
মহান বাদশার চরণে।

আসেন হুসাইন বাঁচান মোদের
এই জালিম হতে,
আপনার হাতে বায়াত করে
চলিবো সোজা পথে।

মুনিব যদি আজ না আসেন
গেলাম জালিমের দলে,
নবীর কাছে নালিশ করিয়া
দিবো সবি কাল বলে।

বাঁচাতে নানার দ্বীন ধর্ম
রাখিতে কথার মান,
ঈমাম চলিলো পরিজন লই
কারবালার ময়দান।

কারবালার সেই মরুভুমি
বাজলো করুণ সুর,
শিহরিত ওয়াকিজ ভয়ে আজি
কাঁপছে ধুর ধুর।



Top