মুহাররামেল আমল

মুহাররমুল হারাম এটা বৎসরের প্রথম মাস এবং অতি ফযীলতপূর্ণ মাস। এ মাস আল্লাহ তা'আলার মাস। আল্লাহ তা'আলার মাসসমূহে সৎকাজের মহা প্রতিদান মিলে। তবে বে গুনাহের শাস্তিও অনুরূপ হবে অর্থাৎ বেশি শাস্তিও পাবে। এ মাসে যুদ্ধ বিগ্রহ বা কলহ-বিবাদ বিশেষভাবে নিষিদ্ধ।

হাদীস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
افضل الصیام بعد رمضان شهر الله المحرم
অর্থঃ- রমাদ্বান মাসের পর সর্বোত্তম রোযা হলো, আল্লাহ'র মাস মুহাররমের রোযা। (মুসলিম শরীফ)

আশুরার দিন

আশুরা বলা হয় এ মুহাররাম মাসের দশ তারিখকে। এ ঐতিহাসিক দিনটি অনেক গুরুত্বপূর্ণ ও ফযীলতপূর্ণ। মানব জাতি সৃষ্টির প্রারম্ভ হতে বহু ঘটনা এ দিনেই সংঘটিত হয়েছে।

যেমন,
১) এ দিনেই আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন।
২) এ দিনেই কিয়ামত সংঘটিত হবে।
৩) হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টি এ দিনেই।
৪) এ দিনে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন এবং আল্লাহ'র দরবারে তাঁর ফরিয়াদ কবুল হয়।
৫) এ দিনে হযরত নূহ আলাইহিস সালাম এর জাহাজ কিনারায় লাগে।
৬) এ দিনে হযরত মূসা আলাইহিস সালাম তাঁর গোত্রসহ মুক্তি লাভ করেন, এদিনেই তিনি আল্লাহ'র সাথে কথোপকথনের সৌভাগ্য ও তাওরাত লাভ করেন।
৭) এ দিনে ফেরাউন স্বদলবলে পানিতে ধ্বংস হয়।
৮) এ দিনে হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্ম এবং তাঁকে আসমানে তুলে নেয়া হয়।
৯) এ দিনে হযরত ইউনুস আলাইহিস সাল মাছের পেট হতে মুক্তি পান।
১০) এ দিনে হযরত ইউনুস আলাইহিস সালাম এর কওমকে দোষ মার্জনা করা হয়।
১১) এ দিনে হযরত ইউসূফ আলাইহিস সালামকে কূপ হতে বের করা হয়।
১২) এ দিনে ইয়াকুব আলাইহিস সালাম  এর সাথে প্রিয়তম পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সাক্ষাৎ লাভ হয়।
১৩) এ দিনে হযরত আইয়্যুব আলাইহিস সালাম ভীষন রোগ থেকে আরোগ্য লাভ করেন।
১৪) এ দিনে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়া হয়।
১৫) এ দিনে হযরত ইব্রাহীম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন।
১৬) এ দিনে হযরত সুলাইমান আলাইহিস সালাম কে রাজত্ব প্রদান করা হয়।
১৭) হযরত হাওয়া আলাইহিস সালামে'র সৃষ্টি এ দিনেই হয়।
১৮) এ দিনেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে উম্মুল মূ'মিনীন হযরত খাদীজা রাদ্বিয়াল্লাহু আনহা-এর সাথে বিবাহ সম্পন্ন হয়।
১৯) আর এ দিনেই হযরত ইমাম হুসাইন রাদ্বিয়াল্লাহু আনহু স্বপরিবারে কারবালা প্রান্তরে ইয়াজীদ বাহিনীর হাতে নৃশংসভাবে শাহাদাত বরন করেন।

➡ সংগ্রহঃ- পারের তরী
✍ লেখকঃ- আল্লামা মুফতী নাজিরুল আমিন রেজভী, হানাফী, ক্বাদেরী। খলিফায়ে,খানদানে আলা হযরত ইউ পি, ভারত। পীর সাহেব, রেজভীয়া দরগাহ শরীফ, সতরশ্রী, নেত্রকোনা। 

Top