যারা ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাকে শহীদ করেছে তাদের ফয়সালা:
-------------------------------------------------------------------------------
কারবালার মর্মান্তিক ঘটনার অন্যতম শয়তান  ইবনে যিয়াদ নিজেই সাক্ষ্য দিয়েছে,

أما قتلي الحسين فإنه أشار إلي يزيد بقتله أو قتلي فاخترت قتله

আমি (ইবনে যিয়াদ) হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাকে শহীদ করেছি (নাউযুবিল্লাহ) ইয়াজিদের কথায়। সেটা না করলে সে (ইয়াযিদ) আমাকে হত্যা করে ফেলতো। সুতরাং আমি  হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাকে শহীদ করার বিষয়টিকে বেছে নিয়েছি। (নাউযুবিল্লাহ)
(দলীল: আল কামিল ফিত তারীখ ২য় খন্ড ১৯৯ পৃষ্ঠা; লেখক: ইমাম ইবনুল আছীর রহমতুল্লাহি আলাইহি; ওফাত: ৬৩০ হিজরী)





আর যারা ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাকে শহীদ করেছে, শহীদ করতে আদেশ করেছে তাদের ব্যাপারে ইমাম ইয়াফেয়ী রহমতুল্লাহি আলাইহি বলেন,
وأمّا حكم من قتل الحسين, أو أمر بقتله, ممّن استحلّ ذلك فهو كافر
"যে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাকে শহীদ করেছে, অথবা শহীদ করতে আদেশ করেছে, এটা যারা বৈধ মনে করেছে সবাই কাফির।"
(শাযরাতুয যাহাবী ১ম খন্ড ১২৪ পৃষ্ঠা)

সুতরাং এ থেকে প্রমাণ হলো ইয়াযিদ, ইবনে যিয়াদ ও এদের সমর্থনকারী সবাই কাফির।
Top