হযরত আমির মোয়াবিয়া রাদ্বিয়াল্লাহু আনহুর ব্যাপারে হযরত দাতা গন্জবখশ লাহুরির (রহ.) এর মন্তব্যঃ
"ইয়াযিদ যা করেছে তার প্রাপ্য লাঞ্ছনা আল্লাহ তাকে দিবেন তার পিতাঁকে নয়।"
[কাশফুল মাহজুব, পৃষ্টা:১২০]
❝নিশ্চয় ফেরেশতারা (দ্বীনের) জ্ঞান অন্বেষণকারীর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে তাদের পদতলে নিজেদের ডানা বিছিয়ে দেন।❞ [তিরমিযী] "ইসলামী বিশ্বকোষ" অ্যাপটি Playstore এ পাবেন।