১. আরবের সরদার


👉 রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ

أَنَا سَيِّدُ وُلْدِ آدَم، وَ عَلِيٌّ سَيِّدُ الْعَرَبِ.

আমি আদম সন্তানদের সরদার আর আলী আরবদের সরদার।

▪ আল মু’জামুল আওসাত-তাবারানী ২:২৭৯/১৪৯১, ইমাম আলী (আঃ) (অনুবাদ)- 

▪ ইবনে আসাকির ২:২৬২/৭৮৯, 

▪ কানযুল উম্মাল-১১-১৮/৩৩০০৬)।


২.হিকমতের দরজা


👉 রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ

أَنَا دَارُ الْحِكْمَةِ، وَ عَلِيٌّ بَابُهَا.

আমি হিকমতের গৃহ আর আলী তার দরজা।


▪ সুনানে তিরমিযী ৫:৬৩৭/৩৭২৩, 

▪ হিলিয়াতুল আউলিয়া ১:৬৪, 

▪ আল জামিউস্ সাগীর ১:৪১৫/২৭০৪)


৩. জ্ঞানের নগরীর দরজা


👉 রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ

أَنَا مَدِينَةُ الْعِلْمِ وَ عَليُّ بَابُهَا، فَمَنْ أَرَادَ الْمَدِينَةَ فَلْيَأتِ البَابَ.

আমি সমস্ত জ্ঞানের নগরী আর আলী তার তোরণ। কাজেই যে এই নগরীতে প্রবেশ করবে তাকে তোরণ বা দ্বারের মধ্য দিয়ে আসতে হবে।


▪ আল মুস্তাদরাক-হাকেম ৩:১২৬-১২৭, 

▪ জামেউল উসুল ৯:৪৭৩/৬৪৮৯, 

▪ উসুদুল গবাহ্ ৪:২২, 

▪ তারীখে বাগদাদ ১১:৪৯-৫০, 

▪ আল বেদায়াহ্ ওয়ান নেহায়া ৭:৩৭২, 

▪ আল জামেউস্ সাগীর ১:৪১৫/২৭০৫


৪.উম্মতের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী


👉 রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ

أَعْلَمُ اُمَّتِي مِنْ بَعْدِي عَلِیُّ بْنُ أَبِي طَالِبٍ.

আমার পরে আলী হলো আমার উম্মতের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী। 

▪ কানযুল উম্মাল ১১:৬১৪/৩২৯৭৭, 

▪ আল ফেরদৌস ১:৩৭০/১৪৯১


৫.আল্লাহর প্রেমে তাঁর অস্তিত্বে মিশে গেছে/ফানা হয়ে গেছে


👉 রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ

لَاتَسُبُّوا عَلِيّاً، فَإِنَّهُ مَمْسُوسٌ فِي ذَاتِ اللهِ.

তোমরা আলীকে গালমন্দ করো না। সে আল্লাহর (প্রেমে তাঁর) সত্তায় মিশে গেছে্।

▪ আল মু’জামুল কাবীর-তাবারানী ১৯:১৪৮/৩২৪, 

▪ হিলিয়াতুল আউলিয়া ১:৬৮, 

▪ কানযুল উম্মাল ১১:৬২১/৩৩০১৭



Top