সকল ধনীর ধনী
[লেখক:: আরিফ ওয়াকিজ]
১৮'ই জিলহজ্ব ইসলামের তৃতীয় খলিফা আমিরুল মুমেনিন হযরত ওসমান গনি রাঃ এর পবিত্র শাহাদাত দিবস
রেশমি চাদর গায়ে জড়ায়
কোন সে জনা আসে?
যারে দেখিয়া মরুর সকল
নবীন প্রবীন হাসে!
কস্তুরি আতর গোলাপ জল
গন্ধ ছড়ালো হায়,
যেদিক চলে সেদিক বলে
ওসমান গনি যায়।
যুগের সেরা ধনী যে জন
তাহার সুখের প্রাচীর,
সব ছাড়িয়া মুনিব চরনে
হইলো সেজন স্থির।
বা হায়া ওয়া বা ওয়াফা
কহেন দ্বীনের নবী,
শত বেটি থাকিতো যদি
আকদে্ দিতাম সবি।
যাহার হস্ত আপন হস্ত
কহেন খোদার রসুল,
জিন্নুরাইন সে মহা পুরুষ
কেউ আছে কি সমতুল?
ফেরেশতা কুলে চলে যাহার
জিকির দেখো শুনি,
ওসমান গনি ওসমান গনি
সকল ধনীর ধনি।
পায়গম্বরের চার পাক খলিফা
যাহার খোদায়ি ফরমান,
তাহার মাঝে আছেন দেখো
তৃতীয় তক্তায় ওসমান।
তাঁহার শানে কলম ধরার
ওয়াকিজ যোগ্য কি তোর
কোরআন পড়িয়া উঠিবো ওসমান
কেয়ামতের সেই ভোর।