নির্ভরযোগ্য রাবীদের প্রতি অবিচার
ইমাম আবু বকর আন-নাহশালী কি যইফ রাবী?

আমাদের লা-মাযহাবী আলিম মুজাফফর বিন মুহসিন বলেন, "আবু বকর নাহশালী দুর্বল"। জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর ছালাত : ১৯৫ পৃষ্টা।

▪ আবু বকর নাহশালী হলেন, ইমাম ওয়াকি ইবনুল জাররাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইয়াহইয়া ইবনে আদাম, সুলাইমান ইবনে দাউদ সহ অগণিত মুহাদ্দিসদের উস্তাদ। ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ:) এর দাদা উস্তাদ।

▪ তার সম্পর্কে আব্দুর রহমান ইবনে মাহদী বলেছেন, من ثقات مشيخة الكوفة কুফার নির্ভরযোগ্য শায়েখদের একজন। আত-তাকমীল ফিল জারহি ওয়াত তাদীল লি ইবনে কাসীর: ৩/১০০। 

▪ ইবনে মাঈন বলেন, ثقة (নির্ভরযোগ্য)। তারীখে ইবনে মাঈন রাওয়ায়াতুদ দূরী :৩/৩৩৪, ১৬১৩ নং রাবী;  ৪/৮৫, ৩২৬৩ নং রাবী।

▪ ইবনে মাঈন আরও বলেন, أبو بكرالنهشلي كوفي ثقة (আবূ বকর আন-নাহশালী কুফি নির্ভরযোগ্য) তারীখে ইবনে মাঈন রাওয়ায়াতুদ দূরী: ৩/৪৮০, ২৩৪৮ নং রাবী।

▪ ইয়াকুব ইবনে সুফিয়ান বলেন, هو ثقة (তিনি নির্ভরযোগ্য)। আল মারিফাতু ওয়াত তারীখ: ৩/১৮০।

▪ ইমাম আবু দাউদ বলেন, ثبت في الحديث (তিনি হাদীস শাস্ত্রে প্রমাণযোগ্য)। সাওয়ালাত আবী উবায়দুল্লাহ আল-আযরী: ১/২০৮। 

▪ ইজলী বলেন,  وكان ثقة  (তিনি নির্ভরযোগ্য ছিলেন)। আস সিকাত: ১৯১৬ নং রাবী।

▪ ইবনে শাহীন বলেন, ثقة (নির্ভরযোগ্য)। তারীখু আসমাইস সিকাত: ১/১৩১।

▪ আহমাদ ইবনে ইউসুফ বলেন, صالحا (সালেহ)। সিয়ার: ৭/৩২।

▪ ইমাম আহমাদ বলেন, ثقة (নির্ভরযোগ্য)। আল- জারাহ ওয়াত তাদীল: ৯/৩৪৪।

▪ আবু হাতেম বলেন, شيخ صالح يكتب حديثه، তিনি শাইখ সালেহ, তার হাদীস লিখা যাবে। আল- জারহ ওয়াত তাদীল: ৯/৩৪৪।

▪ ইমাম দারাকুতনী বলেন, هو من الثقات ( তিনি নির্ভরযোগ্য রাবীদের একজন)। সুনানে দারাকুতনী : ২২৫৪ নং হাদীস।

▪ ইমাম ত্বহাবী তার হাদীস দ্বারা দলিল পেশ করেছেন। শরহে মশকিলুল আসার: ৫৮২৫ নং হাদীস।

▪ ইমাম যাহাবী বলেন, ثقة (নির্ভরযোগ্য)। আল-কাশেফ: ৪/৪১৪।

▪ যাহাবী আরও বলেন, من علماء الكوفة কুফার আলেমদের একজন। সিয়ার : ৭/৩২। 

▪ ইবনে হিব্বান মাজরুহীন গ্রন্থে তার সম্পর্কে বিরূপ মন্তব্য করলে এর প্রতিবাদে যাহাবী রহ. বলেছেন, دع عنك الخطابة فالرجل حجة قد وثقه إماما الفن واحتج به مسلم অর্থাৎ আপনার লেকচার ছাড়ুন, এই রাবী প্রমাণযোগ্য, তাকে শাস্ত্রের দুই ইমাম (ইবনে মাঈন ও আহমদ) নির্ভরযোগ্য বলেছেন, এবং ইমাম মুসলিম তার হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন। তারীখুল ইসলাম: ৪/৫৫৬।

▪ ইবনে হাজার বলেন, তিনি মুসলিমের রাবী, তার হাদীস সহীহ। ফাতহুল বারী : ১০/১৮১। 

▪ ইমাম যায়লাঈ তার হাদীসকে   صحيح (সহীহ) বলেছেন। নসবুর রায়া: ১/৪০৬।

▪ আল্লামা মারদিনী তার হাদিসকে সহীহ বলেছেন। আল জাওহারুন নাকী: ২/৭৮-৭৯।

▪ ইমাম মুসলিম তার হাদিস সহীহ মুসলিমে বর্ণনা করেছেন। মুসলিম শরীফ : ৫৭২, ১১০৬ নং হাদীস।

▪ তাই ইমাম বায়হাকী আবু বকর নাহশালীর একাধিক হাদীস সম্পর্কে বলেছেন, ইমাম মুসলিম তার সহীহ গ্রন্থে এটি উদ্ধৃত করেছেন। সুনানুল কুবরা বাযহাকী: ৩৮৪১, ৮০৯৯ নং হাদীস।

▪ ইমাম আবু নুয়াইম আল-মুসনাদুল মুসতাখরাজ আলা সহীহ মুসলিম গ্রন্থে তার হাদীস উল্লেখ করেছেন: ১২৬২, ২৪৯৯ নং হাদীস।

▪ সালাফীদের শায়েখ আলবানী বলেন, ثقة (নির্ভরযোগ্য), رجال مسلم  (মুসলিমের রাবী)। ইরওয়াউল গালীল: ৬/৭১।

▪ তাছাড়া শায়েখ আলবানী আবু বকর আন নাহশালীর বহু হাদীসকে সহীহ বলেছেন। নাসাঈ: ১৭০৭, ৩৮৪৮ নং হাদীস।

সুতরাং আবু বকর নাহশালী নির্ভরযোগ্য এবং সহীহ মুসলিমের নির্ভরযোগ্য বর্ণনাকারী।  তাই মুজাফফর বিন মুহসিন সাহেবের অভিযোগ বাতিল।

Top