জিজ্ঞাসা–১৮৪: আসসালামু আলাইকুম। মুহাতারাম, আমার প্রশ্নটি হল প্রিয় নবী কুরআন মাজিদ নাজিল হওয়ার পূর্বে তিনি কোন কিতাব বা রাসুলের অনুসারী ছিলেন? তাঁর পিতা আবদুল্লাহ ও মাতা আমিনা কি মুশরিক অবস্থায় ইন্তেকাল করেছিলেন নাকি ইব্রাহীম (আ.) এর উপর বিশ্বাস এনেছিলেন? জানালে খুব উপকৃত হতাম।–মোহাম্মাদ ফুরকানুল হক: sabbirshanto87@gmail.com
জবাব:وعليكم السلام ورحمة الله وبركاته
পবিত্র কোরআন এ কথার সাক্ষ্য বহন করে যে, হযরত ইব্রাহিমের পরে যত নবী রাসূল এসেছেন, তাঁরা সবাই হযরত ইব্রাহিমের পবিত্র বংশধর থেকেই এসেছেন। সব রাসূল এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পূর্বে ইব্রাহিম (আঃ)-এর হানিফ ধর্মের (একেশ্বরবাদ) অনুসারী ছিলেন। যেমন দেখুন, পবিত্র কোরআনের আয়াত–ثُمَّ أَوْحَيْنَا إِلَيْكَ أَنِ اتَّبِعْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۖ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ ‘অতঃপর আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে, আপনি ইব্রাহিমের ধর্ম অনুসরণ করুন।’ (সূরা নহল ১২৩)
ইমাম রাজী রহ. বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা-বাবা মুশরিক বা পৌত্তলিক ছিলেন না। তাঁরা এক আল্লাহকে বিশ্বাস করতেন এবং হযরত ইব্রাহিম (আঃ)-এর ধর্ম ‘হানিফ’ ধর্মের ওপর প্রতিষ্ঠিত ছিলেন। তাঁরা মুর্তিপূজা করেছেন মর্মে কোন প্রমাণ নেই। তাঁদের নামও প্রমাণ করে তারা মুশরিক ছিলেন না।