ওগো মোর চৌহরী দাতাঁ
[লেখক :: আরিফ ওয়াকিজ]
১ জিলহজ্ব ইসলামি জাহানের মহান মনিষী হযরত খাজা আব্দুর রহমান চৌহরভী রাঃ পবিত্র ওফাত দিবস, যিনি রচনা করেছেন ত্রিশপারা দুরুদ শরীফেরর কিতাব যাকে পৃথিবী মজমুওয়ায়ে সালাওয়াতে রাসুল দঃ নামে জানেন,
ধন্য তুমি ওহে চৌহরের মাটি
কি আজিম তোমার মান,
তোমাতে গমন করিতো সদা
খলিফায়ে শাহে জিলান।
তোমাতে উঠিতো তোমাতে বসিতো
তোমাতে তাহার স্নান,
তোমাকে করিলো জনম দামি
রবে তুমি চিরো অম্লান।
যাহার হস্তের পরশে বনিলো
মহা অতুল্য পান্ডুলিপি,
ভুবন জুড়ে সবজনে আজ
মজমুওয়া নামে জপি।
ইলম তাহার খোদা হইতে
খিজির নিয়া আসেন,
তাহার নজর পরিলে মৃত
খিলখিলিয়ে হাসেন।
সাহেবে ইশকে নবী তিনি
নায়েবে গাউছুল ওয়ারা,
হয়নি কভু মোর দৃষ্টি গোচর
এরুপ জাত দুছারা।
ফয়েজে আজি কত তকদির
উঠিলো আবার জাগিয়া,
তাহার নায়েব বাচালো মোদের
সোনার বাংলায় আসিয়া।
তাহার অপার দানের কথা
কিরুপ ভুলিতে পারি,
তিনি মহান তিনি পরম
তিনি মোর জামিনদারি।
খোদার পানে করি সদা দোয়া
শুনো গো রাব্বানা,
জীবনের স্বাদ মিটিবে তখনি
পায় যবে তার ধুলিকনা।
প্রতিটা ওয়াক্ত ওয়াকিজ কহে
ওগো মোর চৌহরী দাতা,
দুঃখের দরিয়াই পড়িয়া রহেছি
করুণা করো একটু আঁতা।