তৈয়্যবী বাতি ধরি
[লেখক :: আরিফ ওয়াকিজ]
১৫'ই জিলহজ্ব ইসলামের মহান সংস্কারক সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রাঃ এর পবিত্র ওফাত দিবস,


পাক চিঁজ তুলিয়া দিলেন
সৈয়্যদ হুকুমের কোলে,
জগতে যার নাই সমতুল
তৈয়্যব যাহারে বলে।

কথায় তাহার মুক্তা মানিক
ঝরিয়া ঝরিয়া পরে,
মকবুল তাহার সকল আরজ
খোদা রাসুলের ধারে।

ইসলামে তাহার মহা সংস্কার
এক দুর্ধর্ষী কান্ডারি,
বাতিল দুর্গে কঠিন থাবা
স্বপানে দয়ার ভাণ্ডারী।

দিক বুঝিয়া হাল ধরিলেন
জুলুশ তাহার সাক্ষ্য,
এক সুতাতে বাধিয়া দিলেন
আশেক প্রেমের বক্ষ।

দ্বীন বাঁচানোর মিশন দিলেন
গাউছিয়তের নামে,
বাঁচবে ঈমান করবি আমল
তোর সে মহৎ কামে।

ঐক্যের সেজন মহানায়ক
তিনি জগৎ বরেণ্য,
তাহার সকল কর্ম কালাম
নূর মদিনার জন্য।

পীর মুরিদির রমরমা ঢং
তাহার রুচিতে নাই,
কর্ম সাধন ধর্ম বাঁচান
এরূপ তাহার চায়।

বাবা ফকিরি ছাড়িয়া আজি
হও গো সোজা মুসলমান,
দ্বীন বাচানোর কাজে থাকো
তাহার অমূল্য ফরমান।

এ'কি বাতি জলিয়া উঠিলো
পেশওয়ারে পার ঘেঁসে?
দিক দিগন্ত দিচ্ছে আলো
সবার তরে এসে।

আধাঁর রাতে পথ হারিয়ে
ওয়াকিজ যেথায় ডরি,
নতুন দিশা পায় খুঁজিয়া
তৈয়্যবী বাতি ধরি।



Top