হারামকে হালাল বলা অথবা হালালকে হারাম বলা কুফরী
▪ দলিল> শরহে আকাঈদে নছফী, ফিকহে আকবর ও আকাঈদে হাক্কাহ কিতাবে হাদীস শরীফের উদ্ধৃতি দিয়ে এসেছে>
▪ এছাড়া ইমাম ছামারকান্দী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ১টা কিতাব লিখেছেন যেটার নাম হলো তানবীহুল গাফিলীন। ১২০০বছর আগে। তিনি হানাফী মাযহাবের ১জন মুজতাহীদ ছিলেন। তিনি এই তানবীহুল গাফিলীন কিতাবে লিখেছেন>
কারন যখন কোন আলেম হারাম কাজ করে তখন সে কিন্তু সেটা হারাম জেনেই করে এজন্য সে হবে ফাসিক। আর সাধারন মানুষ মনে করবে আলীম হালাল বলেই তো এটা করছে তখন তারা ঐ হারামটাকে হালাল মনে করার কারনে কাফির হবে। তাই আমাদের আলীম উলামাদেরকে অবশ্যই হারাম থেকে বিরত থাকতে হবে।