অধমের সকল চাওয়া
[লেখক :: আরিফ ওয়াকিজ]

প্রভু মোর শোনো ফরিয়াদ
আর্জি তোমার তরে
ছুটছে হাজীরা দলে দলে
মুসাফির সেই ধারে।

কবে হবে মোর ছুঁয়ে দেখা
পাক কাবায়ে হারাম
কবুল করো দেয় যাত্রা পারি
ও খোদা বান্ধা ভারাম।

সাই করিয়া সুন্নাতে হাজেরা
আমিও আদায় করিতাম
গুনাহের বোঝা কাধে করিয়া
সাফা মারওয়া দৌড়িতাম।

লাব্বায়েক ধ্বনী মুখে জপিবো
এহরামের চাদর পরি,
তাওয়াফ করিয়া আসওয়াদ চুমিবো
কত না যতন করি।

মোচন করিবো সকল পাপী
তুলিবো মোর দুই হাত
পবিত্র বিছান বনিবো মোর
সেই ময়দানে আরাফাত।

তৃষ্ণায় কাতর রহিয়া আছি
বহুদিন মাহিনা ধরে
জমজমে তার নিবারণ জানি
বসিয়া তোমার ঘরে।

কত হাসিন সেই মহান মুহুর্ত
ভাবিয়া হুঁশ হারায়,
মছল্লা খলিলের কদম জুগল
আছি কাবার সামনে দাড়ায়।

পাপের দাগে মনের মাঝে
কালো বর্ণ গেলো ধরি,
ক্ষোপের কংকর মারিবো কুপে
শয়তানের বিপক্ষ করি।

পশুর সঙ্গী করিয়া মনের
পশুত্ব জবাই দিবো
রোদের তেজে ন্যাড়া মাথায়
মদিনার তরফ হবো।

বক্ষ শীতল হইবে তখন
লাগি মদিনার হাওয়া,
মুনিব কদমে পেশ করিতাম
অধমের সকল চাওয়া।

ইয়া ইলাহী অস্রু গড়াইয়া
পরছে অধর আজি
ওয়াকিজের শেষ কামনা কহিলাম
হইবা যবে তুমি রাজি।




Top