বিষয়ঃ"পরিক্ষায় নকল(Cheating)করা কেমন?"
স্বাধীন আহমদ রেজভী
জুলাই ৭,২০১৯ইং
***************
প্রশ্নঃ পরীক্ষায় নকল(Cheating) করা কেমন?এ সম্পর্কে ইসলামী শরিয়ত কি বলে?
উত্তর: পরীক্ষায় নকল শরিয়তের দিক দিয়েও সঠিক নয় আর যুক্তির দিক দিয়েও সঠিক নয়।শরিয়তের দিক দিয়ে এজন্যই সঠিক নয় কারন এর মাধ্যমে প্রতারণা করা হয়,আর প্রতারণাকারীকে হাদিস শরীফে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার শাস্তি শোনানো হয়েছে।
রাসুলুল্লাহ ইরশাদ করেন,"৩ ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ক.ধোঁকাবাজ খ.কৃপণ গ.উপকার করে খোঁটা দানকারী।"(কানযুল উম্মাল,কিতাবুল আখলাক,৩য় অংশ,হাদিস নং-৭৮২৩)
অতঃপর নকল করতে গিয়ে ধরা পরে অপদস্ত হতে হয় এবং একজন মুসলমান নিজেকে অপদস্ত অবস্থায় উপস্থাপন করা কখনোই জায়েজ নয়।
রাসুল ইরশাদ করেন:"যে ব্যক্তি শরয়ী অপারগতা ব্যতীত নিজেকে অপদস্ত অবস্থায় উপস্থাপন করবে সে আমাদের দলভুক্ত নয়।"(মু'জামু আওসাত,বাবুল আলিফ,মান ইসমুহ আহমদ,হাদিস -৪৭১)
যুক্তির দিক দিয়ে ও এটা ভুল।কারণ! পরীক্ষার উদ্দেশ্য মেধা যাচাই করা ও শিক্ষাকে মূল্যায়ন করা যা নকলের দ্বারা নস্ট হয়ে যায়।
[সুন্নি বিশ্বকোষ/Sunni-Encyclopedia]