হযরত সায়্যিদুনা আবু হুরায়রা (রাদ্বিঃ) থেকে বর্ণিত, প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা (ﷺ) ইরশাদ করেনঃ‌

"প্রতিদিন সূর্যোদয়ের পর  মানুষের প্রতিটি জোড়ার সদকা রয়েছে।
▪ যদি তোমরা দু' জন বান্দার মাঝে ন্যায় বিচার করে দাও, তবে তাও সদকা।
▪ যদি তোমরা কাউকে বাহনে উঠতে সাহায্য করো, তবে তাও সদকা।
▪ যদি কারো সরঞ্জাম বাহনে উঠিয়ে দাও, তবে তাও সদকা।
▪ ভাল কথা বলাও সদকা।
▪ নামাযের জন্য প্রদত্ত প্রত্যেকটি পদক্ষেপও সদকা এবং
▪ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও সদকা।"

[ সহীহ মুসলিম, কিতাবুয যাকাত,হাদীস নং- ১০০৯,৫০৪ পৃষ্ঠা ]

Top