বিষয়:"কাফির ধাত্রী দ্বারা প্রসব করানো কেমন?"
-স্বাধীন আহমদ রেজভী
#প্রশ্ন:
কাফির ধাত্রী দ্বারা প্রসব করানো সম্পর্কে ইসলামী শরিয়তের আইন কি?
#উত্তর:
করাতে পারবে না।মুসলমান যদি এমন দেশে বাস করে তবে তার আগে থেকেই এমন হাসপাতাল খুঁজে রাখা উচিত যেখানে মুসলমান ডাক্তার,সেবিকা,ধাত্রী পাওয়া যায়।যদি বিশেষ প্রয়োজন হয় আর মুসলমান ধাত্রীও পাওয়া না যায় বা এছাড়া কোনো উপায় ও থাকে না তবে অপারগ অবস্থায় কাফির ধাত্রী দ্বারা কাজ করিয়ে নিতে পারবে।
সদরুশ শরীয়া, বদরুত তরীকা আল্লামা মুফতি আমজাদ আলী আজমি(র.) বলেন:" মুসলমান নারীর জন্য এটা বৈধ নয় যে সে কোনো কাফির নারীর নিকট তার সতর খুলবে।কাফির নারীর সাথে মুসলমান নারীর পর্দার সেই হুকুম যেরুপ হুকুম পর-পুরুষের সাথে প্রযোজ্য। যদি কোনো ঘরে কাফির নারীরা আসা-যাওয়া করে আর মুসলমান নারীরা সতর খুলে রাখে যেভাবে অন্য মুসলমান নারীদের সামনে রাখে তবে তাদের এরুপ থেকে বিরত থাকা উচিত। যদি মুসলমান ধাত্রী পাওয়া যায় তবে কাফির ধাত্রী দ্বারা কখনোই প্রসব করাবেন না।কারণ তাদের নিকট মুসলমান নারীর অঙ্গ প্রকাশ করার অনুমতি নেই।"(বাহারে শরীয়ত)
(১২/০৭/২০১৯)