বিষয়: মুমিনের অন্তর খুশি করার ফযিলত
বিষয়: "মুমিনের অন্তর খুশি করার ফযিলত"
স্বাধীন আহমদ রেজভী
জুলাই ৬,২০১৯ ইং
****************
তাজেদারে মাদীনা,হুযুর পূরনূরﷺ ইরশাদ করেন, "যে ব্যক্তি কোনো মুমিন বান্দার অন্তর খুশি করে,আল্লাহ তায়ালা সেই খুশি দ্বারা একজন ফেরেশতা সৃষ্টি করেন।সেই ফেরেশতা আল্লাহর ইবাদত ও তাওহীদ বর্ণনা করতে থাকে।
যখন সেই বান্দা কবরে চলে যাবে তখন সেই ফেরেশতা তার কাছে গিয়ে জিজ্ঞেস করবে:তুমি কি আমাকে চিনতে পেরেছ?বান্দা বলবে:তুমি কে?তখন ফেরেশতা উত্তর দিবেন,তুমি যে অমুক বান্দার অন্তর খুশি করেছিলে সেই খুশির আকৃতি আমি।এখন আমি তোমার একাকিত্বের সাথী হব, মুনকার-নকীরের প্রশ্নের উত্তর দিতে তোমাকে সাহায্য করব।কিয়ামতের দিন তোমার নিকটে আসব আর আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করব আর জান্নাতে তোমার ঠিকানা দেখিয়ে দেব।"
[আত্তারগীব ওয়াত্তারহীব,৩য় খন্ড,২৬৬ পৃষ্ঠা, হাদিস -২৩]
★প্রিয় পাঠকবৃন্দ, মনে রাখবেন কোনো মুমিনের অন্তরে কষ্ট দেয়া কবিরা গুণাহ। তাই আমাদের কথা কাজে যেন কোনো আল্লাহর বান্দা কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে চলব।আল্লাহ আমাদের প্রিয় নবীজীরﷺ গোলাম হিসেবে কবুল করুন।আমিন।