বিষয়:"মহিলাদের জন্য পর-পুরুষকে দেখার বিধান!"
স্বাধীন আহমদ রেজভী
জুলাই ৮,২০১৯
*************
প্রশ্ন: মহিলারা কি পরপুরুষকে দেখতে পারবে?
উত্তর: না দেখাতেই মঙ্গল রয়েছে।অবশ্য দেখার বৈধ অবস্থাও রয়েছে। কিন্তু দেখার পূর্বে নিজের অন্তরের অবস্থার কথাও ভালোভাবে ভেবে নিতে হবে।
ফোকাহে কেরামগণ(র.) এর বৈধ অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেনঃ"মহিলাদের জন্য পর-পুরুষের দিকে দেখার সেই হুকুম যা পুরুষ পুরুষের দিকে দেখার হুকুম।আর এটা তখনই হবে যখন মহিলার দৃঢ় বিশ্বাস থাকে যে তার দিকে দেখার দ্বারা যৌন উত্তেজনার সৃষ্টি হবে না।আর যদি এর আশংকা থাকে তো কখনোই দৃষ্টি দেবেন না।"
★বাহারে শরিয়ত,১৬ তম খন্ড, ৮৬ পৃষ্ঠা।★ফতুয়ায়ে আলমগীরী,৫ম খন্ড,৩২৭ পৃষ্ঠা।