আমি জালালীর দল
[লেখক :: আরিফ ওয়াকিজ]
২৩ ও ২৪ জুলাই বাংলার শ্রেষ্ঠ ইসলাম প্রচারক হযরত শাহ্ জালাল রাঃ'র ৭০০ তম পবিত্র ওরস মোবারক,
কুতুবুল আখতাব ফাতেহ্ বাঙাল
শাহ্ জালাল ইয়ামেনী,
তোমার দয়ায় ইসলাম বাংলায়
ইয়া দাতায়ে লা'সানী।
মরুর নূরি বার্তা নিয়ে
উলুর রাজ্যে এলে,
তোমায় দেখে শত্রু ক্ষেপে
শ্রীহট্র যেথায় গেলে।
গৌড় গোবিন্দর দুষ্ট প্রলাপ
যাচ্ছে ধুলায় মিশে,
হকের খুশবু পাচ্ছে সবাই
তোমার তরে এসে।
ইসলামি ঝান্ডা উড়ছে বাংলায়
সবি তোমার দান,
তোমা ছাড়া কেমনে পেতাম
মোরা আজি পরিত্রাণ?
শান্তির বানী শান্ত ভাবে
পৌছালে সকলের তরে,
যতই শাসক এই মুলুকে
সবি তোমার পরে।
রাজ্যে রাজা যেই বা বনুক
যতই ক্ষমতার সাজ,
মনের রাজ্যে তুমি শাসক
তুমি সবের মহারাজ।
সব শাসকের রাজ ক্ষনিকের
সময় ফুরালে শেষ,
তুমি আসীন অনন্ত কাল
দেখছি আজও বেশ।
নুন খেয়ে যে গুন পড়ে না
সে হারামীর দলে,
পিতার সাক্ষ্য দেয় সুসন্তান
তাই গুনিজন বলে।
ওয়াকিজ বুঝি করবে আজি
নিমক হারামের ছল?
উচ্চ কন্ঠে বলছি শুনো ভাই
আমি জালালীর দল।