বিষয়ঃইশকে রাসুলﷺ এর উপকারীতা
বিষয়ঃ" ইশকে রাসুলﷺ এর উপকারীতা"
স্বাধীন আহমদ রেজভী
জুলাই ৬,২০১৯ ইং
=============
সত্যিকারের আশেকে রাসুল সেই যে দুনিয়ার ভালবাসা থেকে পিছু ছাড়িয়ে আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল ﷺ এর আনুগত্য করে জীবন অতিবাহিত করে এবং প্রয়োজনের বেশি দুনিয়ার পেছনে ছুটে না।যে ব্যক্তি ইশকে মোস্তফা কে দুনিয়ার আকর্ষণীয় বস্তু সমূহের উর্ধ্বে প্রাধান্য দেয় তার এই নেয়ামত সমূহ অর্জিত হয়।
১.আল্লাহ তায়ালা তার অন্তরে ঈমানকে সুদৃঢ় করে দেন।
২.তাদের শেষ পরিণতি ভাল হয়।
৩.আল্লাহ তায়ালা হযরত জিবরাইল আমিন(আ.) এর মাধ্যমে এমন লোকদের সাহায্য করেন।
৪.তাদের সর্বদা চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করানো হবে,যার নিচে নহর সমূহ প্রবাহিত থাকবে।
৫.এমন লোককে আল্লাহর পছন্দনীয় বান্দা বলা হয়।
৬.তারা যা চায় তাই পায় বরং আশা আকাঙ্ক্ষার থেকেও বেশি নিয়ামত লাভ করে।
৭.সবচেয়ে খুশির সংবাদ হল আল্লাহ তায়ালা স্বয়ং তাদের ওপর সন্তুষ্ট হয়ে যান।
-(তামহিদুল ঈমান,৬১ পৃষ্ঠা)