বিষয় :"সুশ্রী বালককে দেখার হুকুম"

স্বাধীন আহমদ রেজভী
জুলাই ৬,২০১৯ইং
*******************
প্রশ্ন: সুশ্রী বালককে দেখা জায়েজ কি না?

উত্তর : সুশ্রী বালককে দেখা জায়েজ ও আবার নাজায়েজ ও।এ বিষয় বর্ণনা করতে গিয়ে সদরুশ শরীয়াহ,বদরুত তরীকা আল্লামা মুফতি আমজাদ আলী আজমি (র.) বলেনঃ" ছেলে যদি বালিগের নিকটবর্তী হয়ে যায় এবং দেখতে যদি অতিসুন্দর আকৃতির না হয় তাহলে পুরুষের দিকে দৃষ্টি দেয়ার যে হুকুম তার প্রতি ও সে হুকুম প্রযোজ্য হবে।

আর যদি খুবই সুদর্শন হয় তাহলে মহিলাদের প্রতি দৃষ্টি দেয়ার যে হুকুম তার প্রতি সে হুকুম প্রযোজ্য হবে। অর্থাৎ যৌন উত্তেজনা সহকারে তার দিকে দৃষ্টি দেয়া হারাম।আর যদি যৌন উত্তেজনা না আসে তাহলে দৃষ্টি দেয়া জায়েজ এবং তার সাথে একাকী অবস্থান করাও জায়েজ। চুম্মন করার ইচ্ছাও যৌন উত্তেজনার অন্তর্ভুক্ত।" (প্রাগুক্ত)

Top