⭕ হযরত জাবের (রাঃ) এর বর্ণিত হাদিসের মতন অনুযায়ী, হুজুর শাফিউল মুযনেবীন (ﷺ) এরশাদ করেন,
``আমাকে (সর্বপ্রথম) সুপারিশকারী হিসাবে নির্ধারণ করা হয়েছে এবং শাফায়াতের ক্ষমতা বিশেষ করে আমাকেই প্রদান করা হবে। আমি ব্যতিত অন্য কাউকে এ মর্যাদা দেয়া হয়নি।`
👉 হযরত জাবির (রাঃ) এর সূত্রেঃ
▪ইমাম বুখারী,
▪ইমাম মুসলিম এবং
▪ইমাম নাসায়ী।
👉 হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) সূত্রেঃ
▪ইমাম আহমদ (রহঃ) উৎকৃষ্ট সনদ ধারা,
▪ইমাম বুখারী তার তারীখের মধ্যে এবং
▪ইমাম বাযযার,
▪ইমাম তাবরানী,
▪ইমাম বায়হাকী এবং
▪ইমাম আবু নুয়াইম।
👉 হযরত আবু সাঈদ খুরদী (রাঃ) সূত্রঃ
▪ইমাম তাবরানীঃ মুজামুল আউসত।
👉 হযরত সায়েব ইবনে ইয়াজিদ (রাঃ) সূত্রেঃ
▪ইমাম তাবরানীঃ মুজামুল কবীর গ্রন্থে এবং
▪ইমাম আহমদ উৎকৃষ্ট সনদ দ্বারা।
👉 হযরত আবু মুসা আল আশআরী (রাঃ) সূত্রেঃ
▪ইমাম ইবনে আবী শায়বা,
▪ইমাম তাবয়ানী বর্ণনা করেন,
👉কিতাবঃ কোরআন-হাদিসের আলোকে রাসূলুল্লাহ (ﷺ) এর শাফায়াত।
মূলঃ ইমামে আহলে সুন্নাত আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী (রহঃ)