সিলসিলার সবক্ব (পুরষের জন্য)
ক) ফজরের নামাজের পর
➖➖➖➖➖➖➖➖
১। দরুদ শরীফ ১০০ (একশত) বার
"আল্লাহুম্মা সাল্লি আ'লা সায়্যিদিনা মুহাম্মাদিন্ ওয়া আলা আলি সায়্যিদিনা মুহাম্মাদিন্ ওয়াবারিক্ ওয়াসাল্লিম্।
২। লা-ইলা-হা ইল্লাল্লাহ ২০০ (দুইশত) বার।
৩। ইল্লাল্লাহ ২০০ (দুইশত) বার।
৪। আল্লাহু ২০০ (দুইশত) বার।
* লা-ইলাহা ইল্লাল্লাহ বাক্যটির শেষ শব্দ ইল্লাল্লাহ-এর শেষাক্ষর আরবী ‘হা’ এর
উপর জোর দিয়ে পড়তে হবে, যেন আল্লাহ শব্দটি পুরাপুরিভাবে উচ্চারিত হয়।
খ) মাগরিবের নামাজের পর
➖➖➖➖➖➖➖➖
১। সালাতে আউওয়াবীন (নামাজ)
▪ ৬ রাকা’তসালাতে আউওয়াবীন (নামাজ) এর নিয়মতিন রাকা’ত ফরজ ও দুই রাকা’ত সুন্নত আদায়ের পর, দুই রাকা‘ত করে তিন নিয়তে ছয় রাকা’ত নামাজ আদায় করতে হবে, প্রতি রাকাতে একবার সূরা ফাতিহা (আলহামদুলিল্লাহ শরীফ) ও তিনবার সূরা ইখ্লাছ (ক্বুল্ হুয়াল্লাহু আহাদ্)।
নিয়্যতঃ
নাওয়াইতু আন্ উছালিয়া লিল্লাহি তা’য়ালা রাকা’তাই সালাতিল্আউওয়াবীন, মুতাওয়াজ্জিহান্ ইলা জ্বিহাতিল্ কা’বাতিশ্ শারীফাতিআল্লাহু আকবর।
২। দরূদ শরীফ (পূর্বে বর্ণিত নিয়মে) ১০০ বার।
গ) এশার নামাজের পরঃ
➖➖➖➖➖➖➖➖
১। লা-ইলাহা ইল্লাল্লাহ ২০০ (দুইশত) বার।
২। ইল্লাল্লাহ ২০০ (দুইশত) বার।
৩। আল্লাহু ২০০ (দুইশত) বার।
দ্রষ্টব্যঃ ফজর ও এশা‘র নামাজের পর কোন জরুরী কাজ থাকলে অথবা শারীরিক অসুবিধা বোধকরলে যিকর সমূহ ফজর ও এশা‘র নামাজের পূর্বেও আদায় করার ইজাযত (অনুমতি) আছে।
উল্লেখ্য যে, ছাত্র/ছাত্রীদের জন্য প্রত্যেক যিকর, ২০০ এর পরিবর্তে ১০০ বার পড়ার অনুমতি আছে।