বিষয়:নারীদের জন্য ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে সাবধানতা।
================

ঘর থেকে বের হওয়ার সময় ইসলামি বোনদের আকর্ষণীয় কাপড়ের ঢিলেঢালা মাদানী বোরকা পরিধান করে,হাত ও পায়ে মৌজা পরিধান করবে।কিন্তু হাত ও পায়ের মৌজার কাপড় যেন এত পাতলা না হয় যার দ্বারা চামড়ার রঙ প্রকাশ না পায়।আর যে সমস্ত যায়গায় পর-পুরুষের দৃষ্টি পরার সম্ভাবনা থাকে সেখানে নেকাব উঠাবে না।

মনে রাখবেন!মহিলাদের মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত শরীরের কোনো অংশ পরপুরুষ এর সামনে শরিয়তের বিনা অনুমতিতে যেন প্রকাশ না হয় বরং যদি পোশাক পাতলা হয় যার দ্বারা দেহের রঙ প্রকাশ পায় বা এতো আঁটোসাটো হয় যার দ্বারা দেহের আকৃতি প্রকাশ পায় অথবা ওড়না এতো পাতলা হয় যার দ্বারা চুলের রং প্রকাশ পায় তবে এটাও বেপর্দা।

আমাদের আক্বা আলা হযরত আজিমুল বারাকাত শাহ ইমাম আহমদ রেযা খান র. বলেন:"যে পোশাক বানানোর পদ্ধতি ও পরিধানের পদ্ধতি বর্তমান মহিলাদের মধ্যে প্রচলিত আছে,এমন পাতলা কাপড় যার দ্বারা শরীরের রঙ প্রকাশ পায় যেমনঃমাথার চুল,গলা, বাহু,পেট বা পায়ের গোড়ালি কোনো অংশ মাহরাম ব্যতিত অন্য কারো সামনে প্রকাশ করা অকাট্য হারাম।"
👉(ফতোয়ায়ে রেজভীয়া সংকলিত, ২২তম খন্ড, ২১৭ পৃষ্ঠা)

✍স্বাধীন আহমদ রেজভী
     জুলাই ৩০,২০১৯ইং

Top