বিষয়:"ইশক ও মোহাব্বত কাকে বলে?"
স্বাধীন আহমদ রেজভী
জুলাই ৬,২০১৯ইং
°°°°°°°°°°°°°°°°°°
হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী (রা.) ইশক ও মোহাব্বত এর সংঙ্গায় বলেনঃ"সাধারণত মনোরম কিছুর প্রতি আগ্রহান্বিত হওয়াকে ভালবাসা বলে।আর যখন এই আগ্রহ শক্তিশালী ও দৃঢ় হয়ে যায় তখন তাকে ইশক বলে।"(ইহইয়াউল উলুম,৫/১৬)
অর্থাৎ কোনো পছন্দনীয় বস্তুর সাথে সম্পর্ক সৃষ্টি হয়ে যাওয়াকে ভালবাসা বলা হয়।আর যখন এই সম্পর্ক দৃঢ় হয়ে যায় তখন তাকে ইশক বলে।
আল্লাহ ও তার হাবীবﷺ এর ইশক ও মোহাব্বতের অর্থ হচ্ছে তাদের আনুগত্য ও আনুগত্যমূলক কাজ করা।
হযরত সাহল বিন আব্দুল্লাহ(রা.) বলেন:"আল্লাহ পাকের সাথে মুহাব্বতের নিদর্শন হচ্ছে কোরআনের প্রতি ভালবাসা এবং কোরআনের সাথে ভালবাসার নিদর্শন হচ্ছে নবী করিম ﷺ কে ভালবাসা আর নবী করিম ﷺ কে ভালবাসার নিদর্শন হচ্ছে তাঁর সুন্নাতকে ভালবাসা আর এ সবকিছুর ভালবাসার নিদর্শন হচ্ছে আখিরাতের প্রতি ভালবাসা।আর আখিরাতের প্রতি ভালবাসার নিদর্শন হচ্ছে অতি প্রয়োজন ব্যতীত দুনিয়ার সাথে বিদ্বেষ রাখা।"
(আল জামেউল আহকামুল কুরআন,৪র্থ অধ্যায়)