বিষয়ঃ"যাকে বিয়ে করবে তাকে দেখা"
-স্বাধীন আহমদ রেজভী
✅প্রশ্নঃ
শুনেছি যে মেয়েকে বিয়ে করবে ওই নারীকে পুরুষ দেখতে পারবে?
✅উত্তরঃ
আপনি ঠিকই শুনেছেন।উভয়ে উভয়কে দেখতে পারবে।হযরত আল্লামা মুফতি আমজাদ আলী আজমি র. বলেনঃ"(পুরুষ ও মহিলা একে অপরকে দেখার অনুমতি সমৃদ্ধ), আরও একটি ধরন রয়েছে যে,যদি ছেলে কোনো মেয়েকে বিয়ে করার ইচ্ছে পোষণ করে তবে এই নিয়তে সে ওই মেয়েকে দেখতে পারবে।কেননা হাদিস শরীফে আছে,"যাকে বিয়ে করবে তাকে দেখে নাও।কেননা এটা ভালবাসা দৃঢ়তার মাধ্যম।"(সুনানে তিরমিজি, ২য় খন্ড)
তেমনি ভাবে হাদিস শরীফ এর ওপর আমলের নিয়তে মেয়ে ও সেই ছেলেকে দেখতে পারবে।"
👉(বাহারে শরীয়ত,১৬ খন্ড,৯০পৃষ্ঠা)
:
(১৯/০৭/২০১৯)
✅ Swadhin Ahmod Rezvi