"ইশক্বে আউলিয়া"
🖋 মাসুম বিল্লাহ সানি

ইশক্বের খেলায় ডুবেছে সব, মেতেছে আশিকগণ।
কত রঙে, কত নামে, কত কারিগরজন।
মাইজভান্ডার, সিরিকোট, দরবারে বারিয়া,
রয়েছে এতে কত শান আর রহস্য ঘেরিয়া।
অধম তাদের কিভাবে বুঝাই,
অন্ধদের কোন চোখ যে নাই।
মুখে কেবল তালা মেরে,
তাদেরই গুণ-গান গেয়ে যাই।
ঝরিয়াছি ইশক্বে, হেরিয়া দুনয়নে,
ইশক্বে নামে মোস্তফা (ﷺ) অর নামে বারে তা'য়ালা।
ইয়ে হক্ব হে-
"মুহাম্মদ খোদা নেহি পার খোদা সে জোদা নেহী।"
অবুঝ আমি, বুঝার সাধ্য নাই,
তোমারে আমি কি বুঝাতে যাই?
নিভৃতে শুধু দেখে-ভেবে যাই।

Top