ওজুর ফরজ কয়টি ?
** হানাফী মাযহাব মতে ৪টি।
০১। সমস্ত মুখ ধৌত করা। (চুল গজানোর জায়গা হতে থুতনীর নীচ পর্যন্ত এবং এক কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত ভাল করে ধুয়া)।
০২। উভয় হাত কনুই সহ ধৌত করা।
০৩। মাথার চারভাগের একভাগ মাসেহ করা।
০৪। উভয় পা টাখনু সহ ধৌত করা।
** মালেকী মাযহাব মতে ৭টি।
০১। সমস্ত মুখ ধৌত করা। (চুল গজানোর জায়গা হতে থুতনীর নীচ পর্যন্ত এবং এক কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত ভাল করে ধুয়া)।
০২। উভয় হাত কনুই সহ ধৌত করা।
০৩। সমস্ত মাথা মাসেহ করা।
০৪। উভয় পা টাখনু সহ ধৌত করা।
০৫। নিয়ত করা।
০৬। তরতীব ঠিক রাখা।
০৭। এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে অন্য অঙ্গ ধৌত করা।
** শাফেয়ী মাযহাব মতে ৬টি।
০১। সমস্ত মুখ ধৌত করা। (চুল গজানোর জায়গা হতে থুতনীর নীচ পর্যন্ত এবং এক কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত ভাল করে ধুয়া)।
০২। উভয় হাত কনুই সহ ধৌত করা।
০৩। মাথার যে কোন অঙ্গ মাসেহ করা।
০৪। উভয় পা টাখনু সহ ধৌত করা।
০৫। নিয়ত করা।
০৬। তরতীব ঠিক রাখা।
** হাম্বলী মাযহাব মতে ৯টি।
০১। সমস্ত মুখ ধৌত করা। (চুল গজানোর জায়গা হতে থুতনীর নীচ পর্যন্ত এবং এক কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত ভাল করে ধুয়া)।
০২। উভয় হাত কনুই সহ ধৌত করা।
০৩। সমস্ত মাথা মাসেহ করা।
০৪। উভয় পা টাখনু সহ ধৌত করা।
০৫। নিয়ত করা।
০৬। তরতীব ঠিক রাখা।
০৭। বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়া।
০৮। কুলি করা।
০৯। নাকে পানি দেয়া।