হাকিক্বতে রূহ
✍ [মাসুম বিল্লাহ সানি]
—————————
মোর উন্মাদ চিত্তে, তব শান্ত মনোভাব,
তব উচ্চ বিলাসে, মম পাগলামী প্রলাপ!
ভাষণে অভ্যস্ত, সহনে ক্লান্ত,
দুর্লভ কোন এক স্রোতে ভেসে,
আমি হই কভু সিক্ত!
ইশক্বের ধাঁরে, কাটা পড়েছে, বিদীর্ণ মস্তিষ্ক!
দোষী কে? দন্ডিত কে?
বিশ্বাসের অসিতলে কার শিরোচ্ছেদ?

আমি কভু রাজা-রানীর
রাজকন্যা কিংবা রাজপূত্র রূপে,
ফকির বেশে রূহের কাঁপুনীতে,
অন্ধ চক্ষে ফাঁকা ক্বলবে,
জিকিরে মশগুল রবের খুশিতে।
নতুবা ছিদ্রান্বেষী স্বার্থলোভীতে।

রাজ্য নয়, মুকুট নয়,
আশ্রয়ের আশায়,
আশ্রিত হয়ে জন্ম নিয়েছি,
মালিক- প্রেমেরই নেশায়।

রূহের জগতে - গড়াগড়িতে,
মায়ামাখা সেই স্বাদ,
ভুলে গেছি আমি, হাকিক্বতে কি?
অনুগ্রহ কি অভিশাপ!

নতশিরে যখন অহংকারী মস্তষ্ক,
করুণার ধারা পেয়েছি সবক্ব!
রূহ-কায়া যেন হয়েছে বিনয়,
বিজয়ের বেশে সে গৌরবময়!

না দেখলাম রূপের বাহার,
না দেখলাম নূর,
অতি নূরে নূরান্বিত,
জিতেন্দ্রিয় বা পরাভূত!
শাহী রগের চেয়েও নিকটে তুমি,
প্রাণের অধিক কাছে-
আল্লাহ রাসূল বিনা দেখ সব,
ষোল মানাই মিছে!

বিশেষ দ্রাষ্টব্যঃ
Concept from Sayeda Farhana.

Top