বিষয়:- "সালামের আদব"
১.কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেয়া সুন্নাত
২.বাহারে শরীয়ত কিতাবের ১৬তম খন্ডের ১২০ পৃষ্ঠায় উল্লেখ আছে,সালাম করার সময় অন্তরে এ নিয়্যত যেন থাকে, যে আমি যাকে সালাম করছি তার সম্পদ ও মানসম্মান সবকিছু আমার হিফাযতে এবং আমি এ সবকিছুর কোনো বিষয়ে হস্তক্ষেপ করাকে হারাম মনে করছি।
৩.দিনে যতবার সাক্ষাৎ হয় ততবার সালাম দেয়া সাওয়াবের কাজ
৪.আগে সালাম করা সুন্নাত, প্রথমে সালামকারী আল্লাহর অধিক প্রিয়।প্রিয় নবী ﷺ ইরশাদ করেন,প্রথম সালামকারী অহংকার থেকে মুক্ত।
৫.প্রথমে সালামকারীর ওপর ৯০ টি রহমত এবং উত্তর প্রদানকারীর ওপর ১০ টি রহমত নাজিল করা হয়।(কিমিয়ায়ে সায়াদাত)
৬.ওয়ালাইকুম আসসালাম বললে ১০টি নেকী,সাথে ওয়া রহমাতুল্লাহি বৃদ্ধি করলে ২০ টি নেকী এবং ওয়া বারাকাতুহ বললে ৩০ টি নেকী।
৭.এর বেশি বৃদ্ধি করা যাবে না।(ফতুয়ায়ে রেজভীয়া)
৮.সালামের উত্তর এতটুকু আওয়াজে দেয়া ওয়াজিব যেন সালামকারী শুনতে পায়।
৯.সালাম ও সালামের উত্তর শুদ্ধ ভাবে মুখস্থ করে নিন।
✍স্বাধীন আহমদ রেজভী
জুন ১২,২০১৯ইং