শাফেয়ী মাজহাবের যুগশ্রেষ্ঠ আলেম , বহু গ্রন্থ প্রণেতা আল্লামা ইবনে হাজার আসকালানী আশ-শাফেয়ী (রহঃ) তার " তাহযীবুত তাহযীব " কিতাবের ১১ তম খন্ডের ৩৬৬ পৃষ্ঠায় লিখেছেন ,
প্রখ্যাত হাফিজে হাদীস ইয়াযীদ ইবনে হারূন (রঃ) বলেন -
ادركت الف رجل و كتبت عن اكثرهم ما رايت فيهم ولا اعلم من خمسة اولهم ابو حنيفة
অর্থ - " আমি ১০০০ মাশায়িখে হাদীসকে পেয়েছি এবং তাদের অধিকাংশের থেকেই আমি হাদীস লিপিবদ্ধকরেছি। তন্মধ্যে ৫ জনকে সবচেয়েববড় ফকীহ্ , আলিম এবং মুত্তাকী হিসেবে পেয়েছি । তাঁদের মধ্য প্রথম ও সেরা ছিলেন ইমাম আবু হানিফা ( রঃ) । "
উল্লেখ্য যে , হাফিজে হাদীস ইয়াযীদ ইবনে হারূন (রঃ) থেকে রিজাল শাস্ত্রের ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন (রঃ) , আলী ইবনে মাদীনী ( রঃ) এবং ইসহাক ইবনে রাহওয়াইহ্ ( রঃ) সহ প্রমুখ মুহাদ্দিসগণ হাদীস বর্ননা করেছেন ।
[ বিস্তারিত জানতে " তাহযীবুত তাহযীব " : ইবনে হাজার আসকালানী আশ-শাফেয়ী রহঃ ; ১১ নং খন্ড ; পৃষ্ঠা- ৩৬৬-৩৬৯ পড়ুন ]