"লাল কালো পর্দা চায়"
[লেখক:: আরিফ ওয়াকিজ]

পর্দানশীন বাবা ভায়েরা মোর
পর্দায় তাদের সঙ্গী,
ইহা শরমের পর্দা নহে মিত্র
নির্লজ্জের নয়া ভঙ্গী।

চলার মাঝে কথার সাজে
পর্দার মূল্য নাই,
পেট পূজনে ঠাকুর পোয়ের
লাল কালো পর্দা চাই।

হাটিবে চলিবে বেপর্দা জরুর
পুরুষত্বের দেখায় শান,
এক রঙ্গের ঐ পর্দা খুজে
পেটে দিলে টান।

আব্দুলাহ্ হয়ে শ্রী ঠাকুরের
কর্ম কেনো ভাই ?
বাচবি কদিন অমর নয় তো
হিসাবের ভয় নাই ?

সাদা রঙ্গের পর্দার কথাটা
আছে কি স্বরণে!!
যে পর্দা তোর সাথী হবে
শেষ বিদায় ক্ষনে।

বহু হয়েছে লাল কালো পর্দা
এবার ছেড়ে দে,
পর্দা এবার চরিত্রে কর
নূরের আলো দে।

রহমত থেকে নিজেকে কেনো
রাখছিস দূরে দূরে,?
কত মানুষ যাচ্ছে বেয়ে
এ রহমতের নূরে।

প্রভুর ডাকে সারা দিয়ে
নিজেকে গুছিয়ে নে,
তামাশা আর এ খামখেয়ালীর
ফল কঠিন নিদানে।

দু চার কথা ওয়াকিজ কইলো
ভাই বলে মোর তুই,
দিসনা মোরে বদদোয়া তোর
অভিসাপের ঐ সুই।

Top