নতুন জীবন গড়ো
[লেখক:: আরিফ ওয়াকিজ]
ফজর যোহর আসর গেলো
মাগরিবেরও খবর নাই,
এশার ওয়াক্ত হইলো ওহে
চলো মসজিদেতে যাই।
ছাড়িয়া পাপী সব গুনাহ্ আজ
তওবার মন্ত্র পড়ো,
রহমত মাগফিরাত নাজাত এলো
নতুন জীবন গড়ো।
এই মাহিনায় হেলা করিবার
সময়ও আর নাই
প্রেম শ্রদ্ধা মানবতা সংযম দিয়ে
ইসলামি জীবন সাজাই।
সঠিক ইসলাম শান্তির বার্তা
পৌছাও দারে দারে,
আপনি যদি পিছলে পরেন
আর বুঝাবো কারে?
উপোসের ভান করিলেই কি
রামাদানে সাওম হয়!!
ত্যাগের শেষ সীমানাতে মিত্র
সফর করিতে হয়।
চারিদিকে অনাহারী দুঃখি এতিম
বহুজনের জীবন যাপন
প্রেমের দরজা খুলে মনের
তাদের করো আপন।
খোদা রাসুলের এই তো বানী
কালাম হাদিসে পাই,
হেলা না করি সকলে মিলি
মদিনার ইসলামে যাই।
ত্যাগ সংযম প্রেমও মহিমা
সবি থাকিলে সাওমে,
পাইবা সঠিক প্রতিদান রবের
বয়ান পাক কালামে।
ক্ষমা করিও ওয়াকিজরে ওহে
ভাই মোর মুমিনেরা,
সকলের চরনে বিছায় দিলাম
প্রেমের চাদর সারা।