"বান্দা কাদেরী মান"
[লেখক:: আরিফ ওয়াকিজ]
সরকারে রাসুলের নূরী ছাঁয়া যার সুরতে হয়,
হাসানী অার হোসাইনী সৈয়্যদ দুনিয়া তারে কয়।
নায়েবে শেরে খোদা জাহারা খাতুন হয় দাদী,
মাওলা মোর মালিক তুমি ইয়া গাউছে বাগদাদী।
নববীর বাগে তুমি হও এমনি পুষ্প বেমেছাল,
দেখিলো যো ভি বাহ্ কহিলো হুসনে জামাল।
খুশবুতে মাতিলো তামাম ভূবন ইয়া সৈয়্যদী,
মোর খায়েশ মালি হইবো বাগে গাউছে বাগদাদী।
জাহানের কুল পেরেশানি দুওয়ারে দেয় হানা,
তোমার নামের তছবি জোপে তবেই হয় পানা।
তোমা ছাড়া কে তাড়াবে কোথা যাবো দরদী,
মোর দুঃখের বানী স্রবণে লও গাউছে বাগদাদী।
চার পায়ায় চড়ে মাটির তলে থাকিবো যেথা পড়ে,
মালায়েক আসি সাওয়ালীর মন্ত্র দিবে পাঠ করে।
জাওয়াব মোর আসিবে সেথা শুনো কানো দী,
দেখো কাফনে লিখা নাহি কি গাউছে বাগদাদী?
নফছির সুর চতুর দিকে হবে হাশরের শবে,
বারাতি হয়ে কুল আওলিয়া পিছে পিছে রবে।
শাফায়াতের পেয়ালা হাতে মাথায় সেহরা বান্ধী,
গমন করিবে দুলহা বনিয়া মোর গাউছে বাগদাদী।
সময় থাকিতে কাদেরী চাদর লও ধরিয়া হাতে,
বিশ্বাস রাখো শেষ দিনে নাজাত পাইবা তাতে।
যেথায় থাকো সমাপ্তিতে গোছিবে টানো দি,
সঙ্গী করে স্বর্গ পথে যাত্রাবে গাউছে বাগদাদী।
পেরেশানির দরিয়াই বাজিয়া গিয়াছে সপ্নের ছফিনা,
কে লাগাবে পার তুমি বিনা কাহাকে দেখিনা।
বান্দা কাদেরী মান ওয়াকিজ কয় ইয়া ছনদী,
পাল তুলিলাম নামে তোমার ইয়া গাউছে বাগদাদী।
Home
»
»Unlabelled
» বান্দা কাদেরী মান