আকা আলা হযরতের প্রতি এক ওহাবী মৌলভীর প্রশ্ন



প্রশ্নঃ

মাওলানা আহমদ রেযা খান "তামহীদে ঈমান" কিতাবে প্রায় জায়গায় এভাবে লিখেছেন

"দেখ! তোমাদের প্রভূ বলেছেন"

তাহলে আমার প্রশ্ন হলো আল্লাহ পাক কি মাওলানা আহমদ রেযা খানের প্রভূ নয়?



জবাব- আলা হযরত ইমাম আহমদ রেযা খান (রহ) এর জবাবে বলছেন-

এ প্রশ্ন মূর্খতা, অজ্ঞতা আর আমার প্রতি শত্রুতাবশত করা। অথচ নিজে আচ করতে পারে না এ আপত্তি কোথায় পৌছে? এ আপত্তির ফলে নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য নবী রাসূল ও সম্মানিত ফেরেশতার উপরেও আপত্তি আসে। এ বিষয়ে কয়েকখানা আয়াত ও হাদীস উল্লেখ করছি



(আকা আলা হযরত তাৎক্ষণিক ১০ টি কোরআন ও ১০ টি হাদীস উল্লেখ করে দাতভাঙা জবাব দিলেন। আমি কয়েকটি আয়াত লিখছি)







১. استغفروا ربكم

হযরত নূহ আ তার জাতিকে বললেন, তোমাদের তোমাদের প্রভূর নিকট ক্ষমা চাও

(তাহলে কি আল্লাহ নূহ নবীর প্রভূ নয়?)



২. يا قوم استغفروا ربكم

হযরত হূদ আ তার উম্মতকে বলেন, তোমরা তোমাদের প্রভূর নিকট ক্ষমা চাও

(তাহলে কি আল্লাহ হুদ নবীর প্রভূ নয়?)



৩. ربكم و رب اباءكم الاولين

মূসা আ ফেরাউনকে বললেন, আল্লাহ তিনিই যিনি তোমাদের ও তোমাদের পূর্বপুরুষের প্রভূ

(তাহলে কি আল্লাহ মূসা নবীর প্রভূ নয়?)



৪. اني قد جءتكم باية من ربكم

হযরত ঈসা আ বলেছেন, আমি তোমাদের প্রভূর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছি

(তাহলে কি আল্লাহ ঈসা নবীর প্রভূ নয়)



৫. اني امنت بربكم فاسمعون

হাবীবে নাজ্জার তার কাফির সম্প্রদায়কে বলেছেন, আমি তোমাদের প্রভূর উপর ঈমান এনেছি। তোমরা আমার কথা শ্রবণ করো

(তাহলে কি আল্লাহ হাবীবে নাজ্জারের প্রভূ নয়?)



এরকম আরো ৫ টি আয়াত ও ১০ টি হাদীস দিয়ে আকা আলা হযরত ওহাবী মৌলভীর দাতভাঙা জবাব দেয়ার পর ওহাবী মৌলভী খামোশ হয়ে গেলেন



তোমরা দেখে নাও আমার আকা আলা হযরতের জ্ঞানের বিশালতা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক উমার সদকায় আমাকে ক্ষমা করুন

Top