বিলুপ্ত সুন্নাত জিন্দা করার জন্য অবিরাম সাধনার গুরুত্ব ও ফজিলত।

বিলুপ্ত সুন্নাত জিন্দা করার জন্য অবিরাম সাধনার গুরুত্ব ও ফজিলত।


যে আমার সুন্নাতকে যিন্দা করে সে আমাকে ভালবাসেঃ



◾হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ “বেটা! সকাল-সন্ধ্যায় যদি এমনভাবে থাকতে পার যে, তোমার মনে কারো প্রতি বিদ্বেষ নেই তাহলে এমনভাবেই থাক। বেটা! এটি আমার সুন্নত। যে আমার সুন্নাতকে যিন্দা করে সে আমাকে ভালবাসে। আর যে আমাকে ভালবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে।” – (তিরমিযীঃ ২৬৭৮)



ছুন্নাতকে আঁকড়ে ধরায় একশত শহীদের সওয়াবঃ 



◾হযরত আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : “আমার উম্মাতের বিপর্যয়ের সময় যে আমার ছুন্নাতকে আঁকড়ে থাকবে তার জন্য একশত শহীদের সওয়াব।” – (বায়হাকী)



◾অন্য বর্ণনাঃ হযরত আনাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “যে আমার কোন সুন্নাত জিন্দা করল সে যেন আমাকে জিন্দা করল। আর যে আমাকে জিন্দা করল সে আমার সাথে জান্নাতে যাবে।” – (তিরমিজীঃ ২খ.-৯৬ পৃ.)



ভাল কাজের প্রতি আহবানকারী ঐ ব্যক্তির সওয়াব পাবেঃ 



◾হযরত আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : “যে ব্যক্তি হিদায়াতের পথে ডাকে সে তার অনুসারীর সমপরিমান সওয়াব পাবে, তবে অনুসারীর সওয়াব থেকে মোটেও কমানো হবেনা। আর যে ব্যক্তি গোমরাহীর দিকে ডাকে সে তার অনুসারীদের সমপরিমান পাপের ভাগী হবে, তবে অনুসারীদের পাপ থেকে মোটেও কমানো হবে না।” – (মুসলিম, তিরমিজি-২৬১১ : হাসান ও সহীহ্)



বিলুপ্ত প্রায় সুন্নাহ জীবিত করার তাগিদঃ 



◾হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “দ্বীন ইসলাম তো অপরিচিত অবস্থায় যাত্রা শুরু করেছিল এবং অচিরেই অপরিচিত অবস্থায় ফিরে আসবে। সুতরাং সুসংবাদ সেই অপরিচিতদের জন্য।”

– (তিরমিযীঃ ২৫৬৬ : হাসান ও সহীহ)


◾তাদের পরিচয় প্রসংগে বলা হয়েছে- “যারা আমার ছুন্নাহ মানুষের দ্বারা বিপর্যস্থ হয়ে যাওয়ার পর পুনরায় ইসলাহ বা পূণর্র্জীবিত করে।” – (তিরমিজীঃ হাদীস নং ২৫৬৭)


Post a Comment

Previous Next

نموذج الاتصال