📌✉ মুহাম্মদ মামুনুর রশীদ চৌধুরী
মুহাম্মদ দিদারুল হাসান চৌধুরী উত্তর কাট্টলী, চট্টগ্রাম।
প্রশ্নঃ কোন মুসল্লির ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল সিজদা অবস্থায় সামান্য নড়াচড়া করলে নামাযের কোন ক্ষতি হবে কিনা? এই সমস্যা যদি কোন ইমামের হয় তাহলে মুক্তাদিদের নামাযের কোন ক্ষতি হবে কিনা? সর্বোপরি সিজদায় নামাযীর পায়ে আঙ্গুলগুলাের ব্যবহার বিধি আলােচনা করার অনুরােধ রইল।

🖋উত্তরঃ ইমাম আ'লা হযরত রাহমাতুল্লাহি তা'আলা আলায়হি রচিত “ফতােয়ায়ে রজভীয়া” এবং আল্লামা আব্দুচ ছত্তার হামদানী রচিত মুমিন কি নামায এর বিবরণ থেকে স্পষ্ট জানা যায় যে, সিজদা অবস্থায় একজন নামাজীর উভয় পায়ের একটি করে আঙ্গুলির পেট যমিনে লাগানাে শর্ত তথা ফরয। উভয় পায়ের দশ আঙ্গুলির পেট যমিনে লাগানাে সুন্নাত। আর উভয়ের তিনটি করে ছয় আঙ্গুলের পেট যমিনে লাগানাে ওয়াজিব এবং সিজদা অবস্থায় উভয় পায়ের সব আঙ্গুলি কেবলামুখী থাকা সুন্নাত । অতএব কোন মুসল্লির ডান পায়ের বৃদ্ধাঙ্গুল সিজদা অবস্থায় অনিচ্ছাকৃত সামান্য নড়াচড়া করলে বাকি আঙ্গুল সমূহের পেট বিধি মােতাবেক জমিনে বহাল থাকলে নামাযের কোন ক্ষতি হবে। এবং এ সমস্যা যদি কোন ইমামের হয় তাহলে ইমাম ও মুক্তাদি কারাে নামাযের ক্ষতি হবে না। তারপরও সাবধানতা অবলম্বন করা চায়, যাতে এ সমস্যা সৃষ্টি না হয়। এটাও উল্লেখ থাকে সাজদাবস্থায় পা দ্বয়ের আঙ্গুলগুলাের নখ বা মাথা জমিনে লাগলে যথেষ্ট হবে না, অবশ্যই আঙ্গুলগুলাের পেট জমিনে লাগাতে হবে। এ ব্যাপারে অনেকেই উদাসীন। 
Top