যে হাদিসগুলো পড়ে মনে হল আমার এই বেঁচে থাকাটা স্বার্থক 💗
(1) হযরত আব্দুর রহমান ইবনে ’আলা হাদ্বরামী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন,
"এ উম্মতের শেষ পর্যায়ে এমন এক সম্প্রদায় আসবে যাদের,
-নেক-আমলের সওয়াব তাদের প্রথম যুগের লোকদের (সাহাবায়ে কেরামের) সমতুল্য হবে,
- তারা মানুষজনকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ করতে নিষেধ করবে এবং
- ফেতনাবাজদের সঙ্গে লড়াই করবে।"
(মিশকাত: ৬০২৯ ও ইমাম বায়হাকীঃ দালায়িলুন নবুওয়াত)

(2) হযরত আবূ হুরাইরা (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) ফরমান:
"আমার উম্মতের ভেতরে আমাকে তারাই বেশি ভালোবাসবে - যারা আমার (ওফাতের) পরে আসবে! তাদের কেউ এমনও আশা করবে যে, আমাকে দেখলে, আমার জন্যে সে তার পরিবার-পরিজন ও ধন-সম্পদও কুরবান করে দিতো❗"
(মিশকাত: ৬০২৪ ও মুসলিম শরীফাঈন)।

(3) রাসূলুল্লাহ (ﷺ) ফরমালেন:
"আমার কাছে ঈমানের দিক দিয়ে ঐ সৃষ্টি বেশি বিস্ময়কর - যে জাতি আমার পরে আসবে এবং তারা (আমাকে না দেখেও আমার উপর ঈমান এনে) আসমানী কিতাব (আল-কুরআন) পেয়ে তাতে বর্ণিত বিধিবিধানের প্রতি ঈমান আনবে❗"
(মিশকাত: ৬০২৮ ও ইমাম বায়হাকীর দালায়িলুন নবুওয়াত)।

Top