আন নি’মাতুল কুবরা আলাল আলাম কিতাবের বর্ণনা সহীহ

পবিত্র ঈদে মীলাদে হাবীবী সর্ম্পকে দলীল দিতে গিয়ে আমরা “আন নি’মাতুল কুবরা আলাল আলাম” কিতাব থেকে দলীল দিই। কিন্তু যারা বিরোধীতা করে তারা বলে নি’মাতুল কুবরা কিতাব জাল কিতাব যা তুরষ্কের মাকতাবায়ে হাক্বীকা বের করেছে। 

মাকতাবায়ে হাক্কীকা নিয়মাতুল কুবরা বই বের করেছে সর্বোচ্চ ২৫/৩০ বছর আগে।
আমি আজ আপনাদের এমন এক দলীল দিবো যা থেকে বুঝতে পারবেন মাকতাবায়ে হাক্কীকা প্রকাশনীর ‘আন নি’মাতুল কুবরা আলাল আলাম’ কিতাবটা সহীহ। আজ থেকে প্রায় ১৩০ বছর আগের একটা কিতাব যার নাম “ইনয়াতুত ত্বলেবীন”। লেখক হচ্ছেন: আল্লামা সাইয়্যিদ আবু বকর মক্কী আদ দিময়াতী আশ শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি (১৩০২ হিজরী)
উক্ত কিতাবের ৩য় খন্ড ৩৪৬ পৃষ্ঠায় আন্ডরলাইনকৃত অংশে বিখ্যাত তাবেয়ী হযরত হাছান বছরী রহমতুল্লাহি আলাইহিহযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহিহযরত মারূফ কারখী রহমতুল্লাহি আলাইহিহযরত সাররী সাকতী রহমতুল্লাহি আলাইহিহযরত জালালুদ্দীন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি উনাদের ঈদে মীলাদুন্নবী পালনের ফযীলত সংক্রান্ত বর্ণনা রয়েছে।



বর্ণনাগুলোর ইবারত পড়তে এই লেখাটা দেখতে পারেন এখানে ক্লিক করুন 
যেহেতু “ইনয়াতুত ত্বলেবীন” কিতাবে বর্ণনা সমূহ রয়েছেতাই “আন নি’মাতুল কুবরা আলাল আলাম” এর বর্ণনা গুলোকে নিঃসঙ্গ বর্ণনা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই।
Top