৮ম হাদিসঃ সর্বোত্তম ব্যক্তি
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : قِيلَ : يَا رَسُولَ اللَّهِ مَنْ أَكْرَمُ النَّاسِ ؟ قَالَ : أَتْقَاهُم
উচ্চারণ: ‘আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু ‘আনহু ক্বালা, ক্বীলাঃ ইয়া রাসূলাল্লাহি মান আকরামুন নাস? ক্বালা: আতকাহুম।
অনুবাদ: হযরত আবু হুরায়রাহ (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন- নবীজী ﷺ কে জিজ্ঞাস করা হলো, সর্বোত্তম ব্যক্তি কে? নবীজী ﷺ এরশাদ করেন, যে মুত্তাকি (আল্লাহ ভীরু)।
[সহীহ বুখারী, অধ্যায়: আম্বিয়া, ৩/১২২৪ হা: ৩১৭৫; অধ্যায় মানাকিব ৩/১২৮৭ হা: ৩৩০১; সহীহ বুখারী, অনুচ্ছেদ: ফাযায়েল, ৪/১৮৪৬ হা: ২৩৭৮; মুসান্নাফে ইবনে আবি শাইবা, ৬/৩৪৭ হা: ৩১৯১৯; মুসনাদে আহমদ বিন হাম্বল ২/৪৩১ হা: ৯৫৬৪]