মীলাদ শরীফ সর্ম্পকে নি’মাতুল কুবরা আলাল আলাম কিতাবে বর্ণনা সহীহ, সমর্থনে অারেক কিতাবের দলীল
আপনারা জানেন পবিত্র মীলাদ শরীফের দলীল বিষয়ে বিখ্যাত মুহাদ্দিছ ইবনে হাজার হায়ছামী রহমতুল্লাহি আলাইহি এর “আন নি’মাতুল কুবরা আলাম” কিতাবে অনেক দলীল রয়েছে। এমনকি সেখানে হযরত খুলাফায়ে রাশেদীন রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের পবিত্র বক্তব্য রয়েছে। আমরা যখন উক্ত কিতাব পেশ করি তখন একশ্রেনীর উগ্রপন্থী মানুষ উক্ত কিতাবকে অস্বীকার করে অনেক বক্তব্য দেয়। তারা বলে নিয়মাতুল কুবরা কিতাবে এমন কোন বক্তব্য নাই। তুরষ্কের “মাকতাবায়ে হাক্কীকাহ” প্রকাশনা থেকে এই কিতাব জাল করে বের করা হয়। নাউযুবিল্লাহ। তারা বলে খুলাফায়ে রাশেদীন উনাদের পবিত্র মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে এমন কোন বক্তব্য অন্য কোন কিতাবেও পাওয়া যায়নি। অথচ আমরা এই দলীল অসংখ্য নির্ভযোগ্য কিতাবে দেখেছি। আপনারা অনেকে বিখ্যাত আলেমে দ্বীন হাদীয়ে বাঙ্গাল হযরত কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি উনার নাম শুনেছেন। উনার জন্ম ১২১৫ হিজরী এবং ওফাত ১২৯০ হিজরী। অর্থাৎ ওফাত থেকে শুরু করে এখন পর্যন্ত ১৪৯ বছর অতিবাহিত হয়ে গেছে। উনার এক আওলাদ হাফিজ আব্দুল আউয়াল জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি ছিলেন বিখ্যাত আলেম। উনার জন্ম তারিখটা আমার সঠিক জানা নেই। উনার লিখিত একটা কিতাব হচ্ছে “নাফহাতুল আম্বরিয়া”। তাও সে অনুপাতে হিসাব করলে ১৭০/১৮০ বছর আগের কিতাব। সেখানে পবিত্র মীলাদ শরীফ সর্ম্পকে খুলাফায়ে রাশেদীন উনাদের বর্ণনা গুলোতো আছেই বরং স্বয়ং হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে সরাসরি একটি বর্ণনাও আছে। “নাফহাতুল আম্বরিয়া” কিতাবে ৮ পৃষ্ঠায় (স্ক্যান কপি দ্রষ্টব্য) হাদীছ শরীফ গুলো লক্ষ্য করুন,
হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন,
قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ من عظم مولدي كنت شفيعا له يوم القيامة من أنفق درهما في مولدي فكأنما أنفق جبلا من ذهب في سبيل الله تعالى
অর্থ: যে পবিত্র মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করলো সে কিয়ামতে দিন আমার শাফায়াত লাভ করবে, এবং যে মীলাদ শরীফ পালন করতে এক দিরহাম খরচ করবে সে আল্লাহ পাক উনার রাস্তায় উহুদ পাহাড় পরিমান স্বর্ণ দান করার ফযিলত লাভ করবে। (নাফহাতুল আম্বরিয়া পৃষ্ঠা ৮)
এরপর ধারাবাহিক ভাবে খুলাফায়ে রাশেদীন রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের বর্ণনা গুলো আছে যা স্ক্যান কপিতে চিহিৃত করে দেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে এই লিংটা দেখতে পারেন।
এখন কথা হচ্ছে যদি এসব বর্ণনার কোন ভিত্তিই না থাকতো তাহলে কি উলামায়ে কিরামগন উনাদের কিতাবে বর্ণনা করতেন?
এ বিষেয়ে আরো একটি দলীল ১৩০ বছর আগে মক্কা শরীফের একজন মুহাদ্দিছের কিতাব থেকে দলীল