আল্লাহর করুণা লাভ ও ভাল হওয়ার মূলমন্ত্র।
কৃতঃ মাসুম বিল্লাহ সানি


আল্লাহর করুণা পেতে চান? তাহলে এই বিষয়গুলো মনে রাখুন। এগুলো হল ভাল হওয়ার মূলমন্ত্র।এ কাজগুলোর অনুসরণে আপনার জীবন বদলে যেতে বাধ্য। কপি করে রাখুন ভুলে গেলে বারবার পড়ে মনে রাখবেন।

১) অহংকারকারীর জন্য জান্নাত হারাম।
২) ফলের ভারে যেমন বৃক্ষ নত হয়, তেমনি জ্ঞানী ও মুমিনগণ সব সময় আল্লাহর নিকট নত থাকে, বান্দাগণকেও সম্মান করে।
৩) আমিত্ব মানুষকে অহংকার ও রিয়ার দিকে ধাবিত করে যা আমাদের ইমান-আমলের জন্য ক্ষতিকারক। 
৪) আমিত্বকে বিলীন করতে হলে, আত্মিক পরিশুদ্ধিতা প্রয়োজন, আত্মিক পরিশুদ্ধিতাই মুক্তির সোপান। এর জন্য সুফীবাদ অনুসরণের বিকল্প কোন রাস্তা নেই।
৫) সুফীবাদের দরজায় প্রবেশ করতে হলে তাজিম, নম্রতা, বিনয়তা, ধৈর্য্য, তায়াওক্কুল, তাকওয়া, জিকিরুল্লাহ ও জিকিরে মোস্তফা (ﷺ) এর বিকল্প নেই।
৬) এ সব কিছুর মূলে রয়েছে আমিত্বকে বিলীন করা, আর নম্রতা-নত হওয়াই একে জয় করার সর্বোত্তম পন্থা।
৭) আপনার জীবনের কল্যাণের নিশ্চয়তা আনতে
স্রষ্টা ও সৃষ্টির প্রতি আপনার সদ্ব্যবহার করা অত্যাবশ্যক। 
৮) আল্লাহ, রাসূল (ﷺ) ও আহলে বায়াতের প্রতি ভালবাসা ইমান, পিতা-মাতা আপনার জান্নাত-জাহান্নাম। 
৯) বান্দার হক নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করেন না, যতক্ষণ না ঐ মজলুম বান্দা তাকে ক্ষমা করেন।
১০) যখন যাকিছুই করবেন বিবেকের ছাঁকনীতে একবার ফিল্টার করবেন এই প্রশ্নের দ্বারা, আল্লাহ এই কাজে সন্তুষ্ট তো? কাজটি ঠিক হবে তো? তাহলেই যাবতীয় মন্দ কাজে আটকে যাবেন।
Top