১৯তম       হাদিসঃ     রাসুলুল্লাহ     ﷺ     এর     রওজ্বা  যিয়ারতের ফযিলত
عَنِ    ابْنِ  عُمَرَ،   قَالَ:    قَالَ  رَسُولُ    اللَّهِ   ﷺ  :  مَنْ  زَارَقَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِي (رواه الدار قطني و البيهقي)
উচ্চারণ:  ‘আন   ইবনে  উমারা  (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) ক্বালা, ক্বালা   রাসূলুল্লাহি ﷺ মান যারা ক্বাবরি,  ওয়াজাবাত লাহু শাফায়াতি।

অনুবাদ: হযরত  ইবনে   উমর (রাদ্বিয়াল্লাহু তা’আলা  আনহু) থেকে   বর্ণিত।   তিনি   বলেন,   রাসুলুল্লাহ   ﷺ   বলেছেন   যে  ব্যক্তি   আমার  রওজ্বা    যিয়ারত    করল,  তার  জন্য  সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে গেল।

[সুনানে   দারে    কুত্বনী   ২/২৭৮    হাঃ    ১৯৪;    বায়হাকীঃকৃত শুয়াইবুল  ইমান ৩/৪৯০  হাঃ  ৪১৫৯; ইমাম   হায়সামী  কৃত মুজামুয যাওয়ায়েদ ৪/২]

Top