হযরত ইয়াহিয়া বিন (রাঃ) এরশাদ করেন, 
ওলামায়ে কেরাম এ উম্মত এর উপর মা বাবার চেয়েও অধিক মেহেরবান। জিজ্ঞাসা করা হলো কিভাবে? এরশাদ হলো এজন্য যে, মা ও বাবা দুনিয়ার আগুন থেকে সন্তানদের সুরক্ষিত রাখে অথচ উলামায়ে কেরাম তাদের আখিরাতের আগুন থেকে সুরক্ষিত রাখবে।
▪ ইমাম গাজ্জালী (রহমতুল্লাহি আলাইহি) : এহইয়াউ উলুমুদ্দীন খন্ড 1 পৃষ্ঠা 64
Top