১৪তম হাদিসঃ মৃত্যুর পরেও যে সকল আমলের সওয়াবের ধারা বন্ধ হয় না
عَنْ أَبِي  هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ, رَسُولَ  اللَّهِﷺ ، قَالَ : " إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ إِلا مِنْثَلاثٍ : صَدَقَةٍ جَارِيَةٍ ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ". (رَوَاهُ مُسْلِمٌ)
উচ্চারণ: ‘আন আবি হুরাইরাতা  রাদিয়াল্লাহু তায়ালা  ‘আনহু ক্বালা রাসূলুল্লাহি ﷺ ক্বালা ইযা মা-তাল  ইনসানুনক্বাতা’আ ‘আমালাহু   ইলা    মিন   ছালাছিন:   সাদাক্বাতিন     জারিয়াতিন, আও  ইলমিন  ইউনতাফা’উ  বিহি,   আও  ওলাদিন  সালিহিন  ইয়াদ’উ লাহু।

অনুবাদ: হযরত আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু তা’আলা  আনহু) থেকে     বর্ণিত।  তিনি   বলেন,  রাসুলুল্লাহ  ﷺ  বলেছেন   যে, যখন  মানুষ  মারা    যায়   তখন   তার   আমলের  (সওয়াবের)   ধারা    বন্ধ      হয়ে     যায়,   তিনটি   আমল   ব্যতিত   (এ    তিনটি  আমলের সওয়াব বন্ধ  হয় না)।   ১- সদকায়ে  জারিয়াহ, ২-  এমন  ইলম     যা  দ্বারা  উপকার   লাভ   করা    যায়,   ৩-  এমন  সু-সন্তান যে তার জন্য দোয়া করবে।

[সহীহ      মুসলিম,     অছিয়ত    অধ্যায়,    হাঃ     ১৬৩১;     সুনানে তিরমিজি, আহকাম অধ্যায় ১৩৭৬; সুনানে নাসাঈ, অছিয়ত অধ্যায়  হাঃ  ৩৬৫১;  সুনানে  আবু  দাউদ  ২৮৮০;  মুসনাদে  আহমদ বিন হাম্বল ২/৩৭২]

Top