রক্তে রঞ্জিত ইতিহাস
✍ [মাসুম বিল্লাহ সানি]
➖➖➖➖➖➖➖
ইতিহাস রেখে গেলাম,
সাক্ষী হয়ে থেক।
মুসলমানের ঝরা রক্তের,
সীমানা খুঁজে দেখ!
মেঘ যেথায় প্লাবন আনে,
অশ্রুও সেথায় আঘাত হানে।
মোদের অশ্রু শুকায় সেথায়,
অন্ধ সবে, লুকাব কোথায়?
বুঝাই তাদের কি দিয়ে বল,
সবার রক্ত রক্তিম কেন?
মেতেছে নেশায় হায়েনার দল,
ধর্ম নিয়ে যত রোষানল।
হায়েনাগুলো মানব বেশে,
মুখোশ পরে ভাল সেজেছে।
করি হাহাকার, শত চিৎকার,
মুখ থুবড়ে, যত ধিক্কার!
কেঁদেছে প্রাণেরা,
আর না - আর না-
কত প্রাণ স্বর্গে গেলে,
নরক ভরবে বল না!
বিধাতা যা ভাগ্যে রেখেছে,
হাসিগুলো তা রক্তে ভিজেছে।
নেই অভিযোগ, নেই ভাবনা,
একদিন হবে প্রভুর করুণা!
দুপায়ে মানুষ আমি,
জন্তু বললে বেশ।
মানুষ নামের বন্দীশালায়,
নির্লজ্জ অনিমেষ!
প্রাণ দিয়েছি, মান দিয়েছি,
যা ছিল বাকি।
তব কলিজা শীতল করতে,
বিলীন হতে থাকি!
যেদিন এ বোকা মুখে,
বিদ্রোহী বুলি ফোটবে-
দিশেহারা তব পথে,
আলো নাহি দেখবে।
নিশি গেল, দিবস গেল, গেল বর্ষ-মাস,
রক্তে রঞ্জিত ছিলাম, দেখো ইতিহাস।
খবরটির তথ্যসূত্রঃ
ইতিপূর্বে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতনের বহু খবরাখবর, ভিডিও দেখেছি। খবরটার সত্যতা যাই হোক না কেন কত হাজার হাজার হত্যা হয়েছে তা ধারনার বাইরে।
✍ [মাসুম বিল্লাহ সানি]
➖➖➖➖➖➖➖
ইতিহাস রেখে গেলাম,
সাক্ষী হয়ে থেক।
মুসলমানের ঝরা রক্তের,
সীমানা খুঁজে দেখ!
মেঘ যেথায় প্লাবন আনে,
অশ্রুও সেথায় আঘাত হানে।
মোদের অশ্রু শুকায় সেথায়,
অন্ধ সবে, লুকাব কোথায়?
বুঝাই তাদের কি দিয়ে বল,
সবার রক্ত রক্তিম কেন?
মেতেছে নেশায় হায়েনার দল,
ধর্ম নিয়ে যত রোষানল।
হায়েনাগুলো মানব বেশে,
মুখোশ পরে ভাল সেজেছে।
করি হাহাকার, শত চিৎকার,
মুখ থুবড়ে, যত ধিক্কার!
কেঁদেছে প্রাণেরা,
আর না - আর না-
কত প্রাণ স্বর্গে গেলে,
নরক ভরবে বল না!
বিধাতা যা ভাগ্যে রেখেছে,
হাসিগুলো তা রক্তে ভিজেছে।
নেই অভিযোগ, নেই ভাবনা,
একদিন হবে প্রভুর করুণা!
দুপায়ে মানুষ আমি,
জন্তু বললে বেশ।
মানুষ নামের বন্দীশালায়,
নির্লজ্জ অনিমেষ!
প্রাণ দিয়েছি, মান দিয়েছি,
যা ছিল বাকি।
তব কলিজা শীতল করতে,
বিলীন হতে থাকি!
যেদিন এ বোকা মুখে,
বিদ্রোহী বুলি ফোটবে-
দিশেহারা তব পথে,
আলো নাহি দেখবে।
নিশি গেল, দিবস গেল, গেল বর্ষ-মাস,
রক্তে রঞ্জিত ছিলাম, দেখো ইতিহাস।
খবরটির তথ্যসূত্রঃ
1.
2.
3.
4.
5.
6.
ইতিপূর্বে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতনের বহু খবরাখবর, ভিডিও দেখেছি। খবরটার সত্যতা যাই হোক না কেন কত হাজার হাজার হত্যা হয়েছে তা ধারনার বাইরে।