👉 সর্বপ্রথম নূরে মুহাম্মদী (ﷺ) বিষয়ে হযরত ইবনুল হাজ্জ মালেকী (রহঃ) (ওফাত-৭৩৭হিঃ) উল্লেখ করেছেন,
وفيه أيضا أن أول ما خلق الله نور محمد صلى الله عليه وسلم فأقبل ذلك النور يتردد ويسجد بين يدي الله عز وجل فقسمه الله تعالى على أربعة أجزاء . فخلق من الجزء الأول العرش . ومن الثاني القلم .ومن الثالث اللوح ثم قال للقلم اجر واكتب .
فقال : يا رب ما أكتب . قال ما أنا خالقه إلى يوم القيامة .فجرى القلم على اللوح وكتب حتى أتى على آخر ما أمره الله سبحانه وتعالى به……
অনুরুপভাবে আরো বর্ননা পাওয়া যায় যে,
নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) এর নূর মুবারক সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। অতঃপর সে নূর মুবারক বিনয়ের সহিত আল্লাহ পাকের সামনে সিজদা দিলেন। অতপর মহান আল্লাহ পাক সেই নূর মুবারক চারভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ দিয়ে আরশ, ২য় ভাগ দিয়ে কলম, ৩য় ভাগ দিয়ে লৌহ। অতপর কলমকে বলা হলো, লেখ। কলম বললো, হে আমার রব কি লিখবো? আল্লাহ পাক বললেন, যা কিয়ামত পর্যন্ত আমি সৃষ্টি করেছি। অতপর কলম মহান আল্লাহ পাকের শেষ আদেশ পর্যন্ত লৌহের উপর লেখা শুরু করলো।
নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) এর নূর মুবারক সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। অতঃপর সে নূর মুবারক বিনয়ের সহিত আল্লাহ পাকের সামনে সিজদা দিলেন। অতপর মহান আল্লাহ পাক সেই নূর মুবারক চারভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ দিয়ে আরশ, ২য় ভাগ দিয়ে কলম, ৩য় ভাগ দিয়ে লৌহ। অতপর কলমকে বলা হলো, লেখ। কলম বললো, হে আমার রব কি লিখবো? আল্লাহ পাক বললেন, যা কিয়ামত পর্যন্ত আমি সৃষ্টি করেছি। অতপর কলম মহান আল্লাহ পাকের শেষ আদেশ পর্যন্ত লৌহের উপর লেখা শুরু করলো।
◾ইমাম ইবনুল হাজ্জ মালেকী (রহঃ) (ওফাত-৭৩৭হিঃ), “মাদখাল” কিতাবের ২য় খন্ড ২৫১ পৃষ্ঠা, প্রকাশনাঃ দারু কুতুব আল ইলমিয়া।
👉 এরপর তিনি আরো বলেন,
فنور العرش من نور محمد صلى الله عليه وسلم ونور القلم من نور محمد صلى الله عليه وسلم ونور اللوح من نوره صلى الله عليه وسلم ونور النهار من نوره صلى الله عليه وسلم ونور العقل من نوره صلى الله عليه وسلم ونور المعرفة ونور الشمس ونور القمر ونور الأبصار من نوره صلى الله عليه وسلم
নূরে মুহাম্মদী (ﷺ) থেকে আরশের নূর।
নূরে মুহাম্মদী (ﷺ) থেকে কলমের নূর।
নূরে মুহাম্মদী (ﷺ) থেকে লৌহ মাহফুজের নূর।
নূরে মুহাম্মদী (ﷺ) থেকে দ্বীনের নূর।
নূরে মুহাম্মদী (ﷺ) থেকে আকলের নূর।
নূরে মুহাম্মদী (ﷺ) থেকে মা’রিফাতের নূর।
নূরে মুহাম্মদী (ﷺ) থেকে চন্দ্র, সূর্য, দৃষ্টির নূর সবকিছুই সৃষ্ট।
নূরে মুহাম্মদী (ﷺ) থেকে চন্দ্র, সূর্য, দৃষ্টির নূর সবকিছুই সৃষ্ট।
◾ইমাম ইবনুল হাজ্জ মালেকী (রহঃ) (ওফাত-৭৩৭হিঃ), “মাদখাল” কিতাবের ২য় খন্ড ২৫১ পৃষ্ঠা, প্রকাশনাঃ দারু কুতুব আল ইলমিয়া।
◾ইমাম কাস্তালানী (রহঃ) নিজেও ইবনে হাজ (রহঃ) থেকে উল্লেখ করছেন।
প্রমাণিত হল সর্বপ্রথম নূরে মুহাম্মদী (ﷺ) সৃষ্ট।