১২তম হাদিসঃ নবীজী হচ্ছেন বন্টনকারী
عَنْ مُعَاوِيَةَ،  خَطِيبًا  يَقُولُ  سَمِعْتُ  النَّبِيَّ  ﷺ  يَقُولُ: «مَنْ  يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهُ يُعْطِي (متفق عليه)
উচ্চারণ:    ‘আন    মুয়াবিয়াতা    খাতিয়্যান    ইয়াক্বুলু    সামিয়তু  নাবিয়্যা      ﷺ        ইয়াক্বুলু       মাইয়্যুরিদিল্লাহু      বিহি       খাইরান  ইয়ুফাক্কিহু     লাহু      ফিদ্দীনি,     ওয়া      ইন্নামা     আনা     ক্বাসিমুন ওয়াল্লাহু ইয়ু’তি। (মুত্তাফাক্কুন আলাইহি)

অনুবাদ:    হযরত    মুয়াবিয়া    (রাদ্বিয়াল্লাহু    তা’আলা    আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি  রাসুলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি রাসুলুল্লাহ  ﷺ বলেছেন  যে,  আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের   সঠিক  জ্ঞান  দান করেন।   আর নিশ্চই আমিই হচ্ছি বন্টনকারী আর আল্লাহ হচ্ছেন দাতা।

[সহীহ বুখারী, অধ্যায়ঃ ইলম, ১/৩৯ হাঃ ৭১, ৩/১১৩৪ হাঃ ২৯৪৮  অধ্যায়ঃ  কিতাব  ও    সুন্নাহকে   শক্তভআবে  আকড়ে ধরা,     ৬/২৬৬৭     হাঃ     ২৮৮২;     সহীহ     মুসলিম,     অধ্যায়ঃ  যাকাত,  ২/৭১৮  হাঃ  ১০৩৭;    সুনানে    তিরমিজি,   অধ্যায়ঃ ইলম      ৫/২৭     হাঃ     ২৬৪৫;      ইবনে     মাজাহ      ১/৮০      হাঃ ২২০-২২১; নাসাঈ কৃত সুনানে কুবরা ৩/৪২৫ হাঃ ৫৮২৩; মুয়াত্তা ইমাম মালেক ২/৯০০ হাঃ ১৫৯৯; মুসনাদে আহমদ বিন হাম্বল ২/২৩৪ হাঃ ৭৯৩]

Top