১৫তম হাদিসঃ দোয়া হচ্ছে ইবাদতের মূল
عن أَنسٍ رضي اللَّه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: الدُّعَاءُ مُخُ الْعِبَادَةِ
উচ্চারণ: ‘আন আনাস বিন মালিক ক্বালা, ক্বালা রাসূলুল্লাহি ﷺ ”আদ দু’আউ মুখখুল ‘ইবাদাহ” (রাওয়াহু তিরমিজি ও দায়লামী)
অনুবাদ: হযরত আনাস বিন মালেক (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, দোয়া হচ্ছে ইবাদাতের মগজ (মূল) ।
[তিরমিযী ৫/৪৫৬, হাদিস ৩৩৭১; দায়লামী ২/২২৪, হাদিসঃ ৩০৮৭; হাকেম তিরমিযী, নও্যাদিরুল উসূল, ২/১১৩;
ইবনে রজব, জামিউল উলুম ওয়াল হিকাম ১/১৯১; মুনযরী, আস-সুনান, কিতাবুদ দাওয়াত, ৪/৪৪৮, হাদিসঃ ২১৩৯]